বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান-
মোঃ খোরশেদ আলম
ময়মনসিংহ ব্যুরো প্রধান।
জামালপুরের জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি এর আয়োজনে "বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩" এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমি, জামালপুর এ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোক্তার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, চেয়ারম্যান জেলা পরিষদ জামালপুর ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর, আরো উপস্থিত ছিলেন মুনমুন জাহান লিজা, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, জামালপুর, সৈয়দ আতিকুর রহমান ছানা, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুর।
অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, বিশিষ্ট সমাজ সেবক ও কনসালটেন্ট মোঃ মহসিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সুলতানা আহমেদ স্বপনা।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মহোদয় তার সমাপনী বক্তব্যে শিশুদের অধিকার বাস্তবায়ন ও তাদের বিকাশ উপযোগী পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুদের যোগ্য করে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।