1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
সোমবার, ২০ মে ২০২৪, ০৫:৩১ পূর্বাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুর জেলার দেওয়ানগঞ্জে ভোটের মাঠে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নী আক্তার ছে‌লের দায়ের কোপে মা‌য়ের মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার ২০২৪ সালের – ফিতরা নির্ধারন সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা থেকে সর্বোচ্চ ২৯৭০ টাকা জানালেন, ইসলামিক ফাউন্ডেশন কবিরাজ থেকে কোটিপতি “বুলবুলি” কবিরাজ ক্যাপসিকাম বিক্রি করতে পেরে অবশেষে হাঁসি ফুটলো কৃষকের মুখে…  সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত জামালপুর সাংবাদিক লাঞ্ছিত করলেন অবৈধ তেলের ব্যবসায়ী মনু  জামালপুর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে সরকারি-বেসরকারি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ সভা জামালপুরে এডাব এর আয়োজনে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কবিরাজ থেকে কোটিপতি “বুলবুলি” কবিরাজ

জামালপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

কবিরাজ থেকে কোটিপতি “বুলবুলি” কবিরাজ

 

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর তুলশিরচর ইউনিয়নে ডিগ্রি চর গ্রামে কবিরাজি চিকিৎসার নামে সহজ সরল লোকদের কে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা৷ এলাকার সাধারন মানুষের কাছে খোঁজ খবর নিয়ে জানা যায়, কথিত বুলবুলি কবিরাজের নাম তার স্বামী সাদির মিয়া ছিলেন একজন দিনমুজুর, খুব কষ্টের দিন কাটতো বুলবুলির তার স্বামী দিনমজুরের কাজ করতেন, একটা সময় ছিল এই বুলবুলির সংসার চালানোর মতো তেমন কোন উপায় অন্ত ছিলো না, অভাব অনটন দূর করতে ভিন্ন কাদায় পথ বেছে নেন এই বুলবলি কবিরাজ, তারই ধারাবাহিকতায় একটি জুপড়ি ঘর তৈরী করে সেই ঘরে আসন বানিয়ে বসে থাকেন বুলবলি কবিরাজ। এখানেই আসল নাটকের মঞ্চ তৈরী করেন কথিত এই বুলবুলি সাধন করেন জ্বিন, আর জ্বিনের সাথে কথা বলে চিকিৎসা করেন সাধারন মানুষ কে হাজির করেন জ্বিন আর চিকিৎসা করেন অনেক জটিল রোগে আক্রান্ত মানুষকে, বুলবুলির এই অভিনব চিকিৎসা কায়দায় হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের উপটৌকন। আর এভাবেই দিন কে দিন প্রতারনা করে আসছেন অত্র অঞ্চলের সাধারন মানুষের সাথে প্রতারণা করে আসছে, আসল ব্যাপার হলো জ্বিন বাবা কে হাজির করতে বসানো হয় আসন জ্বিন বাবা কে ফি বাবদ রোগী দের কে গুনতে হয় ৫০০ থেকে ১০০০ টাকা না হলে জ্বিন হাজির হতে চায় না, বিভিন্ন দূর-দূরান্ত থেকে শনিবার ও মঙ্গলবার হাট বাজারের মত মানুষের ঢল নামে ও আনাগোনা চলে রাত দিন। এভাবেই হয়ে যান কথিত বুলবুলি কবিরাজ অল্প কিছুদিনের মধ্যেই অভাব অনটন কাটিয়ে মানুষের সরলতার সুযোগ নিয়ে রাতারাতি হয়ে যান কোটিপতি এবং গড়ে তুলেছেন অর্থের পাহাড় ।

তুলশিরচর ইউনিয়নের ডিগ্রীর চর গ্রামে এক কৃষক জানায় এই চিকিৎসা যদি ভালো হতো তাহলে কষ্ট করে জমির ফসল বিক্রি করে নিজেদের সন্তানকে ডাক্তার বানাতে ব্যস্ত থাকতাম না, কবিরাজি বিদ্যা শিখাইতাম বুলবুলি কবিরাজের কাছে আশুরোগ মুক্তি কামনায় জন্য তার কাছে গেলে গ্রামে সহজ সরল অসহায় লোকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা খোঁজ নিয়ে জানা যায় ডিগ্রীর চরে সেই ভুয়া কথিত মহিলা কবিরাজ বুলবলি নরুন্দি বাজারে গড়ে তুলেছেন তিন তলা বিশিষ্ট দুটি ভবন সেটা তুলে ক্ষান্ত হয়নি। চন্দ্রকোনা বাজারে ও একটি অট্টলিকা আছে বলে জানা যায়, চিকিৎসা নিতে আসা অনেকের সাথে কথা বলে জানা যায় তার চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ ভুয়া রং করা পানি ও তাবিজ ছাড়া আর কিছু মিলে না তার কাছে, এটি নিতে গেলে নামে বেনামে রোগীকে গুনতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা এভাবেই লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বিভিন্ন ভাবে গোপনে বাসা বাড়ি কেয়ারটেকার সহ শত কোটি টাকার মালিক । এই বিষয়ে কবিরাজ বুলবুলি সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে খুঁজে পাওয়া যায়নি৷ ভুয়া বুলবুলি কবিরাজের ভাই জিয়ার নামে ব্যাংকের টাকা লেনদেন থেকে বাসা বাড়ি ভাড়া দেওয়া ও ভাড়া টাকা তোলা ব্যাংকে টাকা জমা দেওয়া সহ সকল কিছুর দেখভাল করেন বাসার কেয়ারটেকার জিয়ার মিয়া। তিনি আরও জানান, ২০ বছর ধরে এই ব্যবসা করে আসছে বুলবলি আপা এই বিষয়ে তুলসীরচর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কথা বলতে চইলে কথিত বুলবলি কবিরাজের বিষয়ে কথা বলতে রাজি নয়৷ এলাকায় সচেতন মানুষের দাবি এই বুলবুলি কবিরাজের হাত থেকে গ্রামের সহজ সরল লোকদের বাচানোর জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাবাসি৷

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি