আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে জামালপুর বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
খোরশেদ আলম
ময়মনসিংহ ব্যুরো প্রধান।
৩ জানুয়ারি-২০২৪ ইং তারিখ রোজ বুধবার বিকাল ৩.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলার সম্মানিত সুযোগ্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জামালপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।
সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে আলোচনা করা হয়।
নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথভাবে দ্বায়িত্ব পালনের গুরুত্বারোপ সহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
এ সময় র্যাব, বিজিবি, সেনাবাহিনীর প্রতিনিধিবৃন্দ, জেলা পুলিশ ও জেলার প্রশাসনের সকল ঊর্ধ্বতন নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।