জামালপুরে আওয়ামীলীগ নেতার স্ত্রীর ষড়যন্ত্রের মামলার জালে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা
মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিনিধি:
মেলান্দহ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ নেতার পারিবারিক হীন স্বার্থ চরিতার্থ করার ঘৃণ্য প্রয়াস থেকে রেহাই পায়নি সাংবাদিক নেতা। স্ত্রীকে ব্যবহার করে সাংবাদিক নেতা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই’র জামালপুর প্রতিনিধি, হাফিজ রায়হান সাদাকে মিথ্যা মামলায় আসামি করেছে।
এঘটনার প্রতি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামালপুরের কর্মরত সাংবাদিকরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী-২০২৫) রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে উপস্থিত সাংবাদিকরা এমন দাবি জানিয়েছেন।
সমাবেশে সভাপতিত্বে করেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: লুৎফর রহমান।
বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক সচেতন কণ্ঠ পত্রিকার সম্পাদক বজলুর রহমান, বাংলাভিশন চ্যানেলের জামালপুর জেলা প্রতিনিধি জাহিদ হাবিব, বাংলার চিঠি ডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মঞ্জু, মানব কণ্ঠের কাফি পারভেজ, কোষাধ্যক্ষ. আনোয়ার হোসেন, মাছরাঙার প্রতিনিধি মাহফুজুর রহমান, মডেল প্রসক্লাবের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুশান্ত কুমার, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, জাতীয় সাংবাদিক সংস্থা সাধারণ সম্পাদক আহসান হাবীব স্বপনসহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন সেচ্ছাসেবক লীগ নেতা শিপনের এ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার অনতিবিলম্বে দাবি জানানো হয়।
অন্যথায় বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান বক্তারা উক্ত সমাবেশে।