জামালপুরে আদালত চত্ত্বরে সংঘর্ষ,আইনজীবী সহ আহত ৮
জামালপুর প্রতিনিধি :
জামালপুরে আদালত চত্ত্বরে আইনজীবীদের সাথে ছাত্র-জনতার সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।
আজ সোমবার (১০ মার্চ) দুপুরে জেলা আদালত চত্ত্বরে আইনজীবী সমিতির সামনে এ ঘটনা ঘটে৷
জানা গেছে, সম্প্রতি ইসলামপুর ও দেওয়ানগঞ্জে দুইটি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন করে ছাত্র-জনতা। মানববন্ধন শেষে ওই ধর্ষন মামলা দুটির আসামীর পক্ষের আইনজীবীদের সাথে কথা বলতে যায় তারা।
এসময় অভিযুক্ত এক আসামীর বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীর সাথে ছাত্র-জনতার বাকবিতন্ডা হয়। পরে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সিনিয়র আইনজীবী খলিলুর রহমান ও বারের সহ-সভাপতি আব্দুল আওয়াল ও শাহজাহান আলী ও ছাত্রসহ অন্তত ৮ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বলেন, একটি নৃশংস ধর্ষণ মামলায় আসামীর পক্ষে দাঁড়ানো মানে ভিকটিমের প্রতি অবিচার করা। আমরা এর প্রতিবাদ করতেই আদালতে এসেছিলাম।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিসাত রেজুয়ান বাবু বলেন, আদালতে সবার ন্যায়বিচার চাওয়ার অধিকার রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিন চাওয়াকে কেন্দ্র করে হামলার ঘটনা ন্যক্কারজনক।