জামালপুরে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব এর উদ্যোগে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
তারিখ:১৬ ডিসেম্বর ২০২৪ইং
সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) সকালে জামালপুর শহরের দয়াময়ী এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জেলা শাখার উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ই-প্রেস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা: মো: শফিকুল ইসলাম আজাদ খান, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো: এমদাদুল হক, দপ্তর সম্পাদক মো: আহসান হাবীব সুমন প্রমুখ।
এ ছাড়াও জামালপুর জেলার সুযোগ্য প্রশাসক হাছিনা বেগম পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইফতেখার ইউনুস, জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের কর্মকর্তা মৌসুমি খানম, সিভিল সার্জন ডা: ফজলুল হক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান, সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, বেকার সমাজ কল্যাণ সংস্থার সভাপতি দেলু হিজড়া, অর্থ সম্পাদক মোহনা হিজড়াসহ অন্যান্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন এবং গণমাধ্যমকর্মীরা শহীদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর বলেন, “শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজ স্বাধীন একটি দেশে বাস করছি। তাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে ই-প্রেস ক্লাব সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করে যাবো।”
এই দিনটি মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের স্মরণে, তাদের অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে প্রতিটি প্রতিষ্ঠান ও সংগঠন একযোগে অংশ নেয়। সবাই একসাথে বলেন, “এই দিনটি আমাদের জাতীয় গৌরবের প্রতীক। শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই আমরা আজ স্বাধীন বাংলাদেশের গর্বিত নাগরিক।”
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণে প্রতি বছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হয়, যা বাঙালির স্বাধীনতার ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।