1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার উদ্যোগে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে দোয়া ও ইফতার মাহফিল তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার নিয়ে জামালপুরে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ আগামীর দিন হবে তারেক রহমানের বলেছেন ডক্টর নিলুফার চৌধুরী মৃত বন্ধু রেজাউলের আত্মার মাগফেরাত কামনাই ইফতার ও দোয় মাহফিল অনুষ্ঠিত ব্যাংক লোপাট করে লাপাত্তা হলেও বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন মির্জা আজমের আর্শিবাদপুষ্ট জামালপুরে আদালত চত্ত্বরে সংঘর্ষ,আইনজীবী সহ আহত ৮ জামালপুর সদর থানা কর্তৃক ওপেন হাউস ডে” সভায় ২নং শরিফপুর ইউনিয়নবাসীর সাথে এসপি’র মতবিনিময় সভা জামালপুরে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ-২০২৫ লোকজ সাংস্কৃতিক কেন্দ্র তারাভিটা কর্তৃক আয়োজিত লোকজ উৎসব ও গুণীজন সংবর্ধনা-২০২৪

জামালপুরে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীদের সাথে ফলোআপ সভা অনুষ্ঠিত-

মোঃ খোরশদে আলম ময়মনসিংহ ব্যুরো প্রধান। তারখিঃ- ১৩.১১.২০২৩ ইং
  • আপডেট করা হয়েছে সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৪৯৫ বার পড়া হয়েছে

জামালপুরে প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীদের সাথে ফলোআপ সভা অনুষ্ঠিত-

 

মোঃ খোরশদে আলম
ময়মনসিংহ ব্যুরো প্রধান।
তারখিঃ- ১৩.১১.২০২৩ ইং

জামালপুর জেলার জামালপুর সদর উপজেলায় ব্র্যাক কর্তৃক অধিকার এখানে এখনই প্রকল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীদের সাথে কর্মশালা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থতি ছিলেন জামালপুর জেলার সমাজসেবা কার্যালয়ের উপপরচিালক রাজু আহমদে। তিনি উল্লখ্যে করেন ব্র্যাক কর্তৃক আয়োজিত এ ধরনরে কার্যক্রমের উদ্যোগটি অনেক সুন্দর, অধকিার এখানে এখনই (Right Here Right Now-RHRN) প্রকল্প সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি কার্যক্রমের সাথে সরকারি দপ্তর সহ এনজওি গুলো ইউনয়িন পর্যায়ে সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছে।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারী ইভা।

প্রকল্পরে কার্যক্রম সর্ম্পকে বিষদ ভাবে আলোচনা করেন
ব্র্যাক এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান তিনি বলেন কিশোর ও তরুণরা প্রজনন স্বাস্থ্য বিষয়ে যাতে খোলামেলা কথা বলতে পারে এবং তথ্য প্রাপ্তীর ক্ষেত্রে যে সামাজিক ‘ ট্যাবু ও বাঁধা রয়েছে তা দূর করা। সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মধ্যে সচতেনতা বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার মাধ্যমে এমন একটা অনুকূল পরিবেশ তৈরি করা। আলোচনায় যুব জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্য-সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক নীতি ও অধিকার নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।
উল্লখে করা হয় ১৯৯৪ সালে কায়রোতে আন্তর্জাতিক জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে আন্তর্জাতিকভাবে সকল প্রাপ্তবয়স্ক মানুষের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট অধিকার সর্বজনীনভাবে স্বীকৃত হয়েছে। যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক অধিকার হলো:
১. প্রত্যেক মানুষের বাঁচার অধিকার রয়েছে। প্রজনন কাজের কারণে কোনো নারীর জীবন ঝূঁকিপূর্ণ করা যাবে না।
২. ব্যক্তি ও পরিবারের স্বাস্থ্য ও সার্বিক কল্যাণে নারী-পুরুষের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে জানা ও শেখার অধিকার।
৩. প্রজনন ও যৌন স্বাস্থ্যে নারীর-পুরুষের সমতা ও সকল প্রকার বৈষম্য থেকে মুক্তি পাবার অধিকার।
৪. প্রত্যেকের যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা গ্রহণে পছন্দ ও গোপনীয়তা রক্ষার অধিকার।
৫. প্রত্যেকের এ বিষয়ে মুক্ত চিন্তার অধিকার। ধর্মীয় অপব্যাখ্যা ও গোড়ামীর প্রভাবমুক্ত থেকে প্রজনন স্বাস্থ্য সহ অন্যান্য সেবা পাওয়ার অধিকার।
৬. প্রত্যেকের বিবাহ ও পরিবার গঠনে সিদ্ধান্ত নেওয়ার অধিকার। জোর করে কাউকে বিয়েতে বাধ্য করা যাবে না।
৭. প্রত্যেক নারীর ও পুরুষের স্বাধীন ও নিরাপদ জীবন উপভোগ করার অধিকার। জোর করে কাউকে গর্ভধারণ ও বন্ধ্যাত্ব করা যাবে না।
৮.স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে তথ্যলাভ, পছন্দসই, নিরাপদ, আরামদায়ক, মর্যাদাপূর্ণ ও নিয়মিত সেবা প্রাপ্তির অধিকার।
৯. চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতার আবিস্কৃত সর্বোচ্চ গ্রহনযোগ্য ও নিরাপদ প্রজনন স্বাস্থ্য সেবা গ্রহণের অধিকার।
১০. প্রত্যেক দম্পতি সন্তান গ্রহন-কখন, কত ব্যবধানে এবং কতটি সন্তান গ্রহন করবেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার।
১১. যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের লক্ষ্যে নীতি নির্ধারক সরকারকে প্রভাবিত করার অধিকার।
১২. শিশুদের যৌন নিপীড়ন ও অপব্যবহার থেকে রক্ষা করতে শিশু অধিকার সংরক্ষণ এবং অন্যান্যদের যৌন হয়রানি, ধর্ষণ ও বৈষম্যসহ নির্যাতন থেকে নিজেকে রক্ষা এবং কুচিকিৎসা থেকে মুক্ত থাকার অধিকার।

পারস্পরিক সহায়তার মাধ্যমে সমন্বিত যৌনতা শিক্ষা ও যুব জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ সেবা নিশ্চিত করা। নিজ নিজ অবস্থান থেকে CSE ও SRHR ইস্যুতে অবদান রাখার মাধ্যমে একটি প্লাটফর্ম তৈরি। বিভিন্ন প্রতিষ্ঠান কমিউনিটিতে SRHR ইস্যুতে নবীন প্রবীনের সমন্বয়ে সংবেদনশীল গোষ্ঠি তৈরি। SRHR ও লিঙ্গভিত্তিক ন্যায়বিচারের বিষয়ে ভবিষ্যতে যে কোন প্রতিক‚লতা মোকাবিলা করতে পারস্পরিক সম্পর্ক তৈরি এবং ইয়ুথদের কাজের স্বীকৃতি, অন্যান্য ইয়্যুথদের কাজে অনুপ্রানীত করা এই উদ্দেশ্যকে সামনে রেখে উপস্থিত প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করেন
মুক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখনে, ইজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনছিুর রহমান, জামালপুর টেলিভিশিন রিপোর্টার ইউনিট এর সভাপতি ফজলে এলাহি মাকাম, আর্ন্তজাতিক সাংবাদিক সংগঠন ই- প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি, র্সূয তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরচিালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, বন্ধু সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির ইনচার্জ মোঃ বেলাল হোসেন, সিড়ি সমাজ কল্যাণ সংস্থা এর সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরী, এফপিএবি এর জেলা কর্মকর্তা আসাদুজ্জামান, তরঙ্গ মহলিা কল্যাণ সংস্থার রাসেল, পাপিয়া আক্তার, আলোচনা সভায় সঞ্চালকের ভূমিকায় ছিলেন কাকলি আক্তার, কিশোরী, কিশোরী এবং সাংবাদিক সহ অন্যান্য এনজিও প্রতনিধি প্রমুখ।

o

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি