জামালপুরে ভিক্ষুক পুনর্বাসনের জন্য ০৯ (নয়) জন ভিক্ষুকের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান:
৪ ফেব্রুয়ারি-২০২৫ ইং রোজ মঙ্গলবার ভিক্ষুকমুক্ত সদর উপজেলা গড়ার প্রত্যয়ে জামালপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, জামালপুর সদর কর্তৃক ” ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান “কর্মসূচীর আওতায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান এর অংশ হিসেবে ০৯ (নয়) জন ভিক্ষুকের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
জামালপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি মহোদয় এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হাসিনা বেগম, জামালপুর জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: তানভীর হায়দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ স্বাগত সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: ছানোয়ার হোসেন, জামালপুর সদর উপজেলার সমাজসেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম প্রমুখ।
প্রধান অতিথি ও জেলা প্রশাসক মহোদয় পরিশেষে জামালপুর সদর উপজেলায় বৃক্ষরোপণ এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।