জামালপুরে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার উদ্যোগে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মো: খোরশেদ আলম
ময়মনসিংহ ব্যুরো প্রধান।
তাং- ২১.০২.২০২৪ ইং
জামালপুর কেন্দ্রীয় শহিদ মিনার দয়াময়ী মোড় এ মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার উদ্যোগে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ১৯৫২ এর ভাষা আন্দোলনে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
উক্ত শ্রদ্ধাঞ্জলিতে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ সদর আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ মহোদয়, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’র ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী মো: মেহেরুল হাসান, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ও সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক মো: খোরশেদ আলম, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সম্মানিত সহ-সভাপতি মো: মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন মুক্তা, সমাজ কল্যাণ সম্পাদক মো: সাইদুর রহমান সবুজ, ক্রীড়া সম্পাদক মো: জাহিদুল ইসলাম গান্ধী, ধর্ম বিষয়ক সম্পাদক মো: কামরুল ইসলাম সবুজ, কোষাধক্ষ্য মো: বিলাত আলী, প্রচার সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, সাজেদা পারভীন ঝিনুক, ফাতেমা নার্সিস, রোজিনা, কামরুন নাহার কাজল প্রমুখ।