জামালপুরে সরকারি শিশু পরিবার (বালক) এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪
মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
(২৬ নভেম্বর-২০২৪) রোজ মঙ্গলবার জামালপুর সরকারি শিশু পরিবার খেলার মাঠে সরকারি শিশু পরিবার (বালক) জামালপুর এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জামালপুর জেলার জেলা প্রশাসক হাসিনা বেগম এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন-রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলার সমাজসেবা কার্যালয় এর উপপরিচালক রোকোনুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক দেবাশিস সরদার, ঝাওলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক মো: মোকছেদুর রহমান হারুন, ময়মনসিংহ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রিন্সিপাল মো: আ: ছালাম, শহর সমাজসেবা অফিসার ফারুক মিয়া, জামালপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাৎ হোসেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা কর্মকর্তা ইসরাকী ফাতেমা, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চানালয়ে ছিলেন জামালপুর সরকারি শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক শিরিনা পারভীন।
অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সহকারী উপজেলা সমাজসেবা অফিসার মদন কুমার পাল প্রমুখ।