জামালপুর অর্থনৈতিক অঞ্চল এর বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর সূমহের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো: খোরশেদ আলম
ময়মনসিংহ ব্যুরো প্রধান।
জামালপুর অর্থনৈতিক অঞ্চল জামালপুর এর সকল বিনিয়োগকারী প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর সূমহের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মূখ্য সচিব মো: আবুল কালাম আজাদ মহোদয়, মাননীয় সংসদ সদস্য, জামালপুর-৫।
অনুষ্ঠানের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শেখ ইউসুফ হারুন, সিনিয়র সচিব ও নির্বাহী চেয়ারম্যান, বেজা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (উপসচিব) মো: মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, মাসুদ আনোয়ার, জামালপুর সদর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, মেহনাজ ফেরদৌস, সদর উপজেলার অফিসার ইনচার্জ, মহব্বত কবীর প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন ১৪নং দিগপাইত ইউনিয়ন এর টানা তিন তিন বারের সফল চেয়ারম্যান আলহাজ্ব মো: মিজানুর রহমান এমএ, ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ ১৪ নং দিগপাইত ইউনিয়ন শাখার সভাপতি মো: বাবুল আক্তার বাবু, সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান তালুকদার, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম সহ অর্থনৈতিক অঞ্চল এর গণ্যমান্য ব্যক্তিবর্গ।