জামালপুরে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা পুলিশের বেরিকেট ভেঙ্গে বিক্ষোভ মিছিলে ধাওয়া, পাল্টা দেওয়া
জামালপুর প্রতিনিধি-
জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র- ছাত্রীদের সাথে আওয়ামী লীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পথচারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
আজ শনিবার (৩ আগস্ট) বেলা ১২টার দিকে প্রথমে আন্দোলনকারীরা শহরের বাইপাস মোড়ে জড়ো হয়ে মিছিল বের করে। পরে মিছিল নিয়ে মির্জা আজম চত্বরে অবস্থান নেয়। ২ ঘন্টা পর পুলিশের ব্যারিকেড ভেঙ্গে বকুলতলা যাওয়ার সময় নতুন হাই স্কুল মোড়ে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে মুখোমুখি হয়।
এ সময় ছাত্রদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীর ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল ও গুলি বর্ষনের ঘটনা ঘটে। প্রায় আধা ঘন্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।