জামালপুর জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-
মোঃ খোরশেদ আলম
ময়মনসিংহ ব্যুরো প্রধান।
১২ নভেম্বর,২০২৩ ইং তারিখ রোজ রবিবার সকাল ১০.০০ ঘটিকায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিউর রহমান মহোদয় এর সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির নভেম্বর,২০২৩ খ্রিঃ মাসের আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।
সভায় জামালপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
বাল্যবিবাহ প্রতিরোধ, জঙ্গি দমন, মাদক নির্মূল, নারী-শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা সহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।
এসময় জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।