জামালপুর ট্রেনের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু
জাহাঙ্গীর আলম জামালপুরঃ
জামালপুরে রেলক্রসিংয়ে উঠে আসা পুলিশভ্যানে ঢাকাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় আহসানুল হক নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক পুলিশ সদস্য। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার ভোর ৫টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসানুল হক জামালপুর সদর থানার কনস্টেবল ছিলেন।
জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন জামালপুর শহরের শেখের রেলক্রসিং পার হওয়ার সময় একটি পুলিশভ্যান রেললাইনে উঠে পড়ে। এসময় ট্রেনের ধাক্কায় পুলিশভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান পুলিশ কনস্টেবল আহসানুল।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ওসি মাহাবুর রহমান