জামালপুর সদর উপজেলায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’র অফিস উদ্বোধন
মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:-২৯নভেম্বর২০২৪
জামালপুর সদর উপজেলায় মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’র অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো: মিজানুর রহমান মিজান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৪ নং দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জিয়াউল হক মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন শুভ, জামালপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য মো: আ: আউয়াল, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এম. গোলাম মোস্তফা মুকুল, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী মো: মেহেরুল হাসান, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি মো: খোরশেদ আলম, সম্মানিত সাধারণ সম্পাদক মো: মনোয়ার হোসেন মুক্তা, সাংগঠনিক সম্পাদক ডা: মো: রেজাউল করিম হীরা, প্রফেসর মোঃ শাহিন প্রমুখ।
জামালপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো: মিজানুর রহমান মিজান তার বক্তব্যে বলেন যে আমরা আমাদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করে যাবো মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা কে।
জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন শুভ তিনি বলেন যে আমরা মানব কল্যাণে আমার সংগঠন থেকে জনসার্থে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থাকে সকল ধরনের সহযোগীতা করবেন বলে জানান।
উক্ত অনুষ্ঠান সঞ্চানালয়ে ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’ জামালপুর সদর উপজেলা কমিটির সমন্বয়কারী মো: অলি আহম্মেদ।
মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’ জামালপুর জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মুক্তা তার বক্তব্যে সাধারণ মানুষের ন্যায় বিচার ও মানুষের অধিকার নিয়ে বিশদভাবে আলোচনা করেন।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা’র সভাপতি, আবিদুর রাশেদিন খোকন, সহ-সভাপতি মো: আলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আবুল কালাম আজাদ সহ কমিটির সকল সদস্যবৃন্দ।