জামালপুর সদর উপজেলা এনজিও প্রতিনিধিদের সাথে নবনির্বাচিত এমপি’র মতবিনিময় সভা
মো: খোরশেদ আলম
ময়মনসিংহ ব্যুরো প্রধান।
জামালপুর সদর উপজেলা এনজিও প্রতিনিধিদের সাথে নবনির্বাচিত এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় নবনির্বাচিত জামালপুর সদর আসনের সংসদ সদস্য সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো: আবুল কালাম আজাদ মহোদয় এনজিও প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেছেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমাদের সকলের মূল সুর হবে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্যতা দুর করা এবং এই আন্দোলনে সফল হওয়া। দারিদ্র বিমোচন করা। আমি, আপনি, আমরা সবাই মিলে জামালপুরকে স্মার্ট উন্নত ও সমৃদ্ধ করতে চাই।
১৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৩.০০ ঘটিকায় সদর উপজেলা পরিষদ সভাকক্ষে কর্মরত এনজিওদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য মো: আবুল কালাম আজাদ মহোদয়।
সভায় প্রধান অতিথি বলেন ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বেসরকারি সংস্থাগুলোর কোথায় কি ধরনের কাজ আছে সে তথ্য, উপাত্ত নিয়ে আগামী ১০ দিনের মধ্যে একটি মানচিত্র তৈরি করতে হবে। সকল কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে অধিক সচেতন ও আরো তৎপর হতে হবে বলেন। এ জন্য এনজিও অ্যাপস খুলতে হবে। কোন ব্যক্তির নয় সমষ্টির উন্নয়নে আমি সবধরণের সহযোগিতা ও নিজেকে নিবেদন করতে চাই।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, জামালপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, ব্র্যাক জেলা সমন্বয়কারী, ওমর ফারুক, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ জামালপুর এর এরিয়া প্রোগ্রাম ব্যবস্থাপক, সাগর ডি কস্তা, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার, নির্বাহী পরিচালক, শামীমা খান, রাজু আহমেদ, লাইফ লিহুড অফিসার, পারি এম ফোর এল প্রকল্প, জামালপুর। আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম প্রমুখ।
সভার শুরুতে পরিচয় পর্ব শেষে উপস্থিত এনজিও প্রতিনিধিরা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপস্থিত সকল এনজিও’র প্রতিনিধিগন স্ব-স্ব সংস্থার কার্যবিবরণী সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করেন। বিশেষ করে যে সকল সংস্থার ট্রেডভিত্তিক প্রশিক্ষণ আছে। পাশাপাশি কর্মসংস্থান করার সুযোগ আছে।
সভায় প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য মো: আবুল কালাম আজাদ মহোদয় বলেন- সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে দুই মাসের মধ্যে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এরপর আমরা গ্যাপগুলো পূরণে কাজে নামতে চাই। এর পাশাপাশি প্রাইভেট সেক্টর গুলোকে জামালপুরে আমন্ত্রণ জানানোর কথা বলেন।