জামালপুর সেন্ট্রাল হাসপাতাল লিঃ এ যুক্ত হলো বিশেষায়িত মেডিসিন বিভাগ
জেলা প্রতিনিধি জামালপুর-
জামালপুর সেন্ট্রাল হাসপাতাল লিঃ দীর্ঘ ১৬ বছরের পথচলা, জামালপুর জেলাতে প্রায় ২৬ লাখ মানুষের বসবাস এবং পাশের দুটি জেলা শেরপুর এবং টাংগাইল উত্তরে কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী উপজেলা। এই অঞ্চলের সর্ব সাধারনের আস্থা আর ভালোবাসা অর্জন করে অত্র হাসপাতাল টি নিন্ম মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের চিকিৎসার যথেষ্ট আস্থা এবং বিশ্বাসের সহিত সর্বত্র চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে, জামালপুর সেন্ট্রাল হাসপাতাল লিঃ এর উদ্দেশ্য স্বল্প খরচে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদান। যা আধুনিক জামালপুর বিনির্মানে আধুনিক চিকিৎসা সেবা নাগরিক অধিকার, অত্র প্রতিষ্ঠানটি মন জয় করেছে জামালপুর জেলার সকল পেশা শ্রেনী মানুষের নিরকুংশ ভাবে সেবা দিয়ে যাচ্ছে এই জেলার মানুষ কে, সকল প্রকার অস্রপ্রচার থেকে শুরু করে রয়েছে সব ধরনের চিকিৎসা সেবা রয়েছে সকল বিভাগের বিশেষায়িত দক্ষ ডক্টর বৃন্দ রয়েছে একঝাক নিরংকুশ জনবান্ধব দক্ষ একঝাক হাসপাতাল কর্মি, ২৪ ঘন্টা নিরলশ স্বাস্থ্যসেবার মধ্যদিয়ে জেলার শীর্ষ হাসপাতাল দাড়িয়ে শহরের প্রানকেন্দ্র আমলাপাড়া-তে তারই ধারবাহিকতায় আজ শুভ সূচনা করলো বিশেষায়িত মেডিসিন বিভাগ, এই জেলার মানুষের আধুনিক সাশ্রয়ী মানসম্মত চিকিৎসা সেবা দিতে বদ্ধপরিকর। ইতিমধ্যই আরও একটি বিশেষায়িত শিশু ওর্য়াড যুক্ত করে কুড়িয়েছেন সুনাম, দক্ষ জনবল আর মানসম্মত চিকিৎসা সেবা দিতে আপোসহীন জামালপুর সেন্ট্রাল হাসপাতাল লিঃ। আজ শুক্রবার ২৩/০২/২০২৪ সন্ধা ৬.৩০ মিনিটে প্রধান অতিথি খ্যাতনামা কার্ডিওলজী, মেডিসিন এবং বাতজ্বর রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ফজলুল কারিম, সহকারী অধ্যাপক (কার্ডিওলজী)শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল জামালপুর। এতে সভাপতিত্ব করেন অত্র হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোস্তাফিজুর রহমান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন ডাঃ মোহাম্মদ শফিকুল্লাহ আকবর সহকারি অধ্যাপক (মেডিসিন) জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট, শেরেবাংলা নগর ঢাকা। আরও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মনজুরুল হক কনসালটেন্ট গ্যাষ্ট্রোএন্টারোলজী, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জামালপুর। প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ তাজুল ইসলাম সহকারী অধ্যাপক শিশু কিশোর ও নবজাতক রোগ বিশেষজ্ঞ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল।ডাঃ মোঃ মাহমুদুল হাসান বিপ্লব সহকারী অধ্যাপক (রেসপেরটরী মেডিসিন)শেখ হাসিনা মেডিকেল কলেজ এছাড়াও ডাঃ আসমা সরকার সূচনা আবাসিক সার্জন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল জামালপুর। ডাঃ আহমাদুর রহমান সহকারী অধ্যাপক নবজাতক ও কিশোর ও শিশুরোগ এবং শিশু গ্যাস্ট্রোএন্টারওলজী শেখ হাসিনা মেডিকেল কলেজ। ডাঃ কামরুজ্জামান আল-মাহমুদ সার্জারী বিশেষজ্ঞ ডাঃ মোঃ তোজাম্মেল হক রেজিষ্টার শেখ রাসেল গেষ্ট্রোলিভার ইনষ্টিটিউট মহাখালী ঢাকা। আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালকবৃন্দ, অন্যান্য সকল সুধী সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু (সমকাল) সহ সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে উদ্বোধন ও দোয়া কামনা করা হয়