জামালপুর ৫টি আসনের মধ্যে ৪টি নৌকা ১ টি স্বতন্ত্রপ্রার্থী
জাহাঙ্গীর আলম জামালপুরঃ
জামালপুরে ৫টি আসনের মধ্যে ৪টিতে নৌকা ও ১টি স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এর মধ্যে জামালপুর ৩ আসন থেকে সপ্তম বারের মতো বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
এছাড়াও জামালপুর সদর-৫ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ।
এদিকে জামালপুর-১ আসন থেকে নূর মোহাম্মদ, জামালপুর-২ আসন থেকে সাবেক ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল ও জামালপুর-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ ট্রাক প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, মির্জা আজম এমপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ২ লাখ ৬৯ হাজার ৯৪৭ ভোট বেশি পেয়ে জয় পেয়েছেন। তিনি মোট ২ লাখ ৭৭ হাজার ৪৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকের মীর সামসুল আলম ৭ হাজার ৪৯৬ ভোট পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তা একেএম লুৎফর রহমান ও মাদারগঞ্জ উপজেলার সহকারী রির্টানিং কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মির্জা আজম ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের মীর সামসুল আলম ছাড়াও স্বতন্ত্র প্রার্থী বাই সাইকেল প্রতীকের মো. নজরুল ইসলাম ২ হাজার ৫৩৫টি ভোট পেয়েছেন।
জামালপুর-২ ইসলামপুর আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি মোট ৭০ হাজার ৬৬২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের এসএম শাহিনুজ্জামান শাহীন ৩০ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন।
এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফরিদুল হক খান ও স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের এস এম শাহিনুজ্জামান শাহীন ছাড়াও জাতীয় পার্টির লাঙল প্রতীকের মোস্তফা আল মাহমুদ ১০ হাজার ২২০, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে শাহাজান আলী মন্ডল ৭০৬ ও সোনালী আশ প্রতীকের হোসেন রেজা বাবু ৬৩ টি ভোট পেয়েছেন।
জামালপুর-১ চূড়ান্ত ফলাফলে আওয়ামী লীগের নৌকা প্রার্থী নূর মোহাম্মদ ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।