জেলা দূর্যোগ ব্যবস্থাপনা তহবিল বিষয়ক কর্মশালা ও পথনাটক অনুষ্ঠিত
মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা তহবিল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন ও ইউরোপিয়ান ইউনিয়ন সিভিল প্রোটেকশন এন্ড হিউম্যানিটেরিয়ান এইড অপারেশন্স (ইকো) এর অর্থায়নে, কেয়ার বাংলাদেশের নেতৃত্বে এবং রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম ফর এশিয়া এন্ড আফ্রিকা (রাইমস)-এর কারিগরী সহায়তায় ইএসডিও বাস্তবায়নে স্কেলিং-আপ ফোরকাস্ট-বেইজড অ্যাকশন এন্ড লার্নিং ইন বাংলাদেশ (সুফল-২ প্রকল্প) এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে ইএসডিও পপুলার থ্রিয়েটারের উপস্থাপনায় দুর্যোগ ব্যবস্হাপনা তহবিল গঠন বিষয়ে পথনাটক অনুষ্ঠীত হয়।
উক্ত কার্যক্রমে সভাপতিত্ব করেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক হাছিনা বেগম। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আলমগীর হোসেন, দি জামালপুর চেম্বার অব কমার্সের পরিচালক মো: এনামুল হক মিলন, উন্নয়ন সংঘের পরিচালক ও মানবাধিকার কর্মী মো: জাহাঙ্গীর সেলিম, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার মো: খোরশেদ আলম, জামালপুর প্রেস ক্লাব এর সভাপতি মো: হাফিজুর রহমান সাদা, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: এনামুল হক প্রমুখ। এসময় অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী ও গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেয়।