জেলা পুলিশ জামালপুর কর্তৃক নির্মিত “ভালোবাসি জামালপুর” মিউজিক ভিডিও প্রকাশনা শুভ উদ্বোধন
জামালপুর প্রতিনিধিঃ
শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি, জামালপুরের বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে জামালপুর জেলা পুলিশ কর্তৃক প্রকাশিত “ভালোবাসি জামালপুর” মিউজিক ভিডিও প্রকাশনা শুভ উদ্বোধন করা হয়।
“ভালোবাসি জামালপুর” মিউজিক ভিডিও এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মিউজিক ভিডিও উপভোগ করেন জামালপুর-৫ আসনের নব-নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম আজাদ এমপি মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মিউজিক ভিডিও উপভোগ করেন জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম (সেবা), অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) ময়মনসিংহ রেঞ্জ মহোদয় ও জনাব মোঃ শফিউর রহমান, জেলা প্রশাসক, জামালপুর মহোদয়।
জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের দিকনির্দেশনা, পরিকল্পনা এবং গবেষণা ও সার্বিক তত্ত্বাবধানে মিউজিক ভিডিও নির্মাণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ পিপিএম।
জামালপুরের পুলিশি কার্যক্রম সহ জামালপুরের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ও বর্তমান সরকারের উন্নয়নের কাজের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে “ভালোবাসি জামালপুর” মিউজিক ভিডিওতে।
জামালপুরের পুলিশি সেবার মান বৃদ্ধিতে ও পুলিশের প্রতি জনগণের আস্থা শতভাগ নিশ্চিত করতে পুলিশ সুপার মহোদয় বদ্ধপরিকর।
জামালপুরকে একটি আদর্শ জেলা হিসেবে গঠন করতে একযোগে কাজ করে যাচ্ছেন জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় প্রশাসন।
তাই জামালপুরকে ভালোবাসে জামালপুরের উন্নয়ন ও অগ্রগতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নির্বিঘ্ন করার জন্য জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ জনগনকে নিয়ে একযোগে কাজ করার চেষ্টা করে যাচ্ছে জেলা পুলিশ জামালপুর।
এসময় আরো উপস্থিত ছিলেন মিউজিক ভিডিও উপভোগ করেন জনাব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, জামালপুর; জনাব মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর; জনাব মোঃ মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) সহ জেলা পুলিশে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।