তিতপল্ল্যা ইউনিয়নের কামালখান মোড়ে চোরাই গরু জবাই
মো: খোরশেদ আলম, ময়মনসিংহ ব্যুরো প্রধান:
রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ ইং তারিখ জামালপুর সদর উপজেলার কামালখান মোড়ে চুরাই গরু জবাই করে বিক্রি করার সময় গরুর মালিক রোকন মিয়া হাতে নাতে ধরে ৯৯৯ এ কল করেন। পরে ৯৯৯ ফোন পেয়ে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ লুৎফর রহমান এর নির্দেশে এস আই মন্জুরুলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে হাতে নাতে গ্রেফতার করে। জানা গেছে তিতপল্ল্যা উত্তর পাড়া নিবাসী মোঃ রোকন মিয়া পিতা আঃ হাকিম এর তিনটি গরু গতকাল রাতে চুরি হয়। আজ সকালে তারা বিভিন্ন এলাকায় গরু খোজাখুজির একপর্যায়ে কামাল খান মোড়ে ছানোয়ার হোসেন (ছানু) কসাই এর দোকানে গরুর চামড়া দেখে সনাক্ত করেন তার একটি ৭ মাসের গাভিন গরু জবাই করে বিক্রি করা হচ্ছে। এরপর গরুর মালিক রোকন ৯৯৯ ফোন করলে, পুলিশ এসে কসাইকে জিজ্ঞেসা করার একপর্যায়ে ২ টি গরু সন্ধান পেয়ে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরে গরুর মালিককে ফিরিয়ে দেওয়া হয় গরু ২টি এবিষয়ে নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ লুৎফর রহমানকে ফোন করা হলে তিনি জানান ৯৯৯ ফোন পেয়ে দ্রুত এস মঞ্জরুল সহ সঙ্গীয় ফোর্স কসাই ছানোয়ার হোসেন (ছানু) কে গ্রেফতার করে, জামালপুর সদর থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে বাদীর অভিযোগ অনুযায়ী তাকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।