দুই বছরের সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রে পুলিশ
জাহাঙ্গীর আলম জামালপুরঃ
জামালপুর সদর উপজেলা নরুন্দিতে দুই বছরের সাজা প্রাপ্ত আসামি কে গ্রেপ্তার করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রে পুলিশ
গত ১৯শে জানুয়ারি ভোর রাতে বাঁশ চড়া ইউনিয়নে কাসারু পাড়া গ্রামের আশরাফ আলী পুত্র সবুজ মিয়া দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক রইয়াছে যৌতুক আইনে ও পারিবারিক আদালতে তাহার স্ত্রী কর্তৃক মামলা দায়ের করেন সবুজের বিরুদ্ধে আসামীর অনুপস্থিতি দুইটি মামলার সাজা দেয় বিজ্ঞ আদালত সাজা কথা জানতে পেরে সবুজ এলাকা থেকে গা ডাকা দেয় সে থেকে পুলিশ হন্য হয়ে সবুজ খুঁজে বেড়ায় গতরাত্রে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোহাম্মদ আলী সঙ্গী ও ফৌস নিয়ে কাঁসারোপাড়া নিজ বাড়ি হতে গ্রেফতার করে ওই রাতে এনায়েকট মামলা আরেকটি ওয়ারেন ভুক্ত আখতারুজ্জামান নামে এক প্রাইমারি শিক্ষককে গ্রেফতার করে নরুন্দি তদন্ত কেন্দ্রে নিয়ে আছে ইনচার্জ নূর মোহাম্মদ তিনি জানায় পৃথক পৃথক মামলায় দুটি ওয়ারেন্ট ভুক্ত আসামী কে গ্রেফতার করে এস আই মোহাম্মদ আলী ও এএসআই নজরুল আজ সকালে আসামিদেরকে কোর্টের সোপর্দ করা হবে ৷