নারায়নপুর তদন্ত কেন্দ্রের আওতাধীন ১৪ নং দিগপাইত ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
মো: খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
“বিট পুলিশ বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি।”এই প্রতিপাদ্যে শনিবার ২২ ফেব্রুয়ারি-২০২৫ বেলা ৩:০০ ঘটিকায় নারায়নপুর তদন্ত কেন্দ্রের আওতাধীন ১৪নং দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বাজার কাচারি মাঠ প্রাঙ্গনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
শনিবার ২২ ফেব্রুয়ার-২০২৫ ইং জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বাজারে মাদক, চোরাচালান, ইভটিজিং, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, মানব পাচারসহ বিভিন্ন অপরাধ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে- নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্র, জামালপুর এর আয়োজনে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিট পুলিশিং সমাবেশে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মকবুল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন।
বিট পুলিশিং সমাবেশে উপস্থিত ছিলেন বিট পুলিশিং অফিসার গোপাল চন্দ্র ঘোষ, ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: রাহাত হোসেন, দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জিয়াউল হক মাষ্টার, জামালপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ গোলাম মোস্তফা মুকুল, ইউনিয়ন পরিষদ প্রশাসক আসাদুজ্জামান, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা’র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, ১৪ নং দিগপাইত ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: সানোয়ার হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক মো: জামাল মন্ডল, সাংবাদিক আল বিল্লাল খান প্রমুখ।
উক্ত বিট পুলিশং সমাবেশ সঞ্চানালয়ে ছিলেন নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ লুৎফর রহমান।
সমাবেশে উপস্থিত ছিলেন দিগপাইত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগন, অত্র ইউনিয়নের বিট পুলিশিং কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশে মাদক, চোরাচালান, ইভটিজিং, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, মানব পাচার, বিভিন্ন অপরাধ মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিশদভাবে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন ও উপস্থিত সাধারণ জনগণ।