বাংলাদেশ ফুটবলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া লড়বে জামাল ভূইয়ার লাল সবুজের বাংলাদেশ
লাইভ নিউজ বিডি ২৪ ডেক্স-
আগামী ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে জামাল ভূইয়ার লাল সবুজের জার্সি পরে বাংলাদেশ ফুটবল, মেলব্রন রেকট্রানগোলার ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
অস্ট্রেলিয়া দল আসন্ন বাংলাদেশ এবং ফিলিস্তিন ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের যে স্কোয়াড প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে একাধিক খেলোয়াড় ২০২২ কাতার বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা রয়েছে।
অধিনায়ক জামাল ভূঁইয়া তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলবেন মেলবোর্নে। ২০১৫ সালে পার্থে ৫-০ আর ঢাকায় ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ক্যাপ্টেন জামাল দেশ ছাড়ারে আগে সংবাদ সম্মেলনে বলেন এবার সম্পূর্ণ ভিন্ন একটা দল নিয়ে আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি। আগেরবারের সঙ্গে এবারের দলের অনেক পার্থক্য। অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ নিয়ে আমরা আত্মবিশ্বাসী, আমরা ভালো খেলব। অবশ্যই অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। বছরের সবচেয়ে কঠিন পরীক্ষাটা দিতেই অস্ট্রেলিয়া যাচ্ছি।
অজি দলের অধিনায়ক Mathew David Ryan ভ্যালেন্সিয়া, ব্রাইটন, এবং লোনে আর্সেনালের গোলকিপিং করার কীর্তি রয়েছে।
বাংলাদেশকে সমর্থন দিতে গিয়ে অতিউৎসাহী হয়ে, মাত্রা অতিরিক্ত হাইপ তৈরি করা দলের জন্যে চাপ সৃষ্টি করা হবে। বাস্তবতা মেনে খেলা দেখতে হবে,ইদানীং বাংলাদেশ ভালো খেলছে সমমনা দলগুলোর সাথে এর মানে এই না, যে কাউকেই হারিয়ে দেয়ার সামর্থ্য হয়ে গেছে। আমরা সকারুজদের বিরুদ্ধে জামাল তারিকদের লড়াকু মনোভাবের পাশাপাশি হার না মানা স্পিরিট দেখতে চাই। কম ব্যবধানে পরাজয় নিয়ে আসাই মঙ্গল হবে আর যদি কোনো কারণে ম্যাচ ড্র হয়ে যায় তবে এটাই হবে আমাদের জয়।
শুভ কামনা ????????
খেলবে জামালরা গর্জনে আমরা!