বিশ্বকাপ মিশনে ১ম জয় পেলো বাংলাদেশ..
অভিনন্দন টিম টাইগার্সদের…
লাইভ নিউজ বিডি ২৪ ডেক্স-
বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচের ১৫৬ রানে গুটিয়ে যায় ধর্মশালার মাঠে,
বিশ্বকাপ মিশনে এটিই ছিলো আসরের ১ম ম্যাচ তবে জয় দিয়েই শুরু টাইগারদের
তবে টাইগার অধিনায়ক বলেন,
এবারের বিশ্বকাপে টিম টাইগার একটু বেশী আত্ববিশ্বাসী, জয়ের ধারা অব্যাহত রাখতে চান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
শান্তর ব্যাট থেকে আসে ৫৯ রান*
আফগানিস্তান ১৫৬/১০
বাংলাদেশ ১৫৭ অবশেষে বিরাট ব্যাবধানে জয় পেলো বাংলাদেশ….