যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে সমকালের খবর ভিসা নিষেধাজ্ঞার প্রয়োগ শুরু যুক্তরাষ্ট্রের। নির্বাচনকে বাধা দেয়া বাংলাদেশি নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞা আরোপ শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার প্রায় চার মাসের মাথায় শুক্রবার থেকে এই ভিসা নীতি প্রয়োগের ঘোষণা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তার বিবৃতিতে উঠে এসেছে যে ভিসা নীতির আওতায় আইন প্রয়োগকারী সংস্থা, ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সদস্যরা অন্তর্ভূক্ত রয়েছেন।
এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের মন্তব্যকে ধরে যুগান্তরের খবরের শিরোনাম সংখ্যা খুব বড় নয় মার্কিন প্রশসনের সঙ্গে কথা বলব। শুক্রবার রাতে নিজের বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই মন্তব্য করেন মি. আলম।
তিনি মন্তব্য করেন যে ভিসা নীতির আওতায় থাকা কর্মকর্তাদের সংখ্যাটি খুব বড় নয়। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে র্যাবের স্যাংশনের পর নতুন করে কোনো ঘটনা ঘটেনি যাতে করে নতুন করে স্যাংশন আসতে পারে।