মৃত বন্ধু রেজাউলের আত্মার মাগফেরাত কামনাই ইফতার ও দোয় মাহফিল অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম জামালপুরঃ
আজ ১৪ই মার্চ শুক্রবার বিকালে নরুন্দি বাজারে ব্রহ্মপুত্র নদীর পাড়ে গড়ে ওঠা রিসোর্ট বন্ধুদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেন স্কুলও কলেজ জীবনের শৈশব দিনগুলো কাটাতে বন্ধুত্বের বন্ধন অটল রাখতে আজকের এই আয়োজন 17 বছর পর বন্ধুদের সাথে নিয়ে ইফতার করার মজাই আলাদা তবে এদের ভিতরে অনেক বন্ধুই পরপারে পাড়ি দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং বন্ধুদের জন্য ভেঙ্গে পড়েন আজ নেই বলে শূন্যতা মনে হচ্ছে এই শূন্যতা অভাব পূরণ করার মত কেউ নেই
সত্যিকারের বন্ধুত্বের মূল ভিত্তি হলো এক বন্ধু আরেক বন্ধুর উপর অটুট আস্থা ও ভালোবাসার বন্ধনে আবব্ধ থাকা। আমাদের জীবনে হতাশা সময়, সত্যিকারের বন্ধুর উপস্থিতি আমাদের হৃদয়ে আনন্দ এবং আশার আলো এনে দেয়।
আজ আমাদের সেই পরম বন্ধুদের জন্য সেরা সেরা কিছু করার চেষ্টা করলাম
সত্যিকারের বন্ধুত্ব হলো এমন একটি সম্পর্ক, যেখানে একজন অন্যজনকে শুধুমাত্র সুখী নয়, বরং উন্নততর মানুষ হিসেবে দেখতে চায়।
আমাদের জীবনে সুখের জন্য বন্ধুত্ব অপরিহার্য। এটি এমন একটি আশ্রয় যা আমাদের সব দুঃখকষ্ট দূর করতে সহায়তা করে
বন্ধুত্ব হচ্ছে এক ধরনের সম্প্রীতি যা কোনো শর্ত ছাড়াই গড়ে ওঠে, শুধুমাত্র ভালোবাসা বন্ধন
সুজন মাহমুদ গোলাম মোস্তফা (বিদ্যুৎ ) বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ মিলন মিয়া মিতুল সকল সহকারী বন্ধু উপস্থিত ছিলেন
উক্ত অনুষ্ঠানে সঞ্চালন করেন মিলন ব্যক্তিবর্গ সহ মৃত্যু বন্ধু রেজাউল আত্মার মাগফিরাত কামনা করে সমাপ্ত ঘোষণা করা হয়৷