সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা আঃ কাদের সড়কের নাম ফলক ভাংচুর
জেলা প্রতিনিধি জামালপুর-
স্বাধীন দেশে মুক্তিযোদ্ধার নামে সড়কের মোড়ালে আঘাত এ যেন এক মুক্তিযোদ্ধাদের ঘাঁয়ে হাত,
জামালপুর জেলা সরিষাবাড়ী উপজেলার পৌরসভা ৭ নং ওয়ার্ডের বাউসী বাঙ্গালী পাড়া মসজিদ মোড় থেকে আঃ মালেক এমপি সাহেব এর পুকুর পাড় পর্যন্ত রাস্তাটি গত ২৩ ফেব্রুয়ারী ২০২১ সালে সরিষাবাড়ী পৌরসভার উদ্যগে মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক মরহুম এ্যাডঃ মতিয়ার রহমান তালুকদারে সন্তান ডাক্তার মোরাদ হাসান এমপি মহোদয়ের নিজ হাতে গড়া সড়কের নাম ফলক সহ সড়কের নাম করণ করা হয়, সরিষাবাড়ী পৌরসভার সকল সড়কগুলি সাবেক এমপি সাহেবের উদ্যগে, জাতির শ্রেষ্ঠ সন্তান সকল মুক্তিযোদ্ধাদের নামে নাম করন করে উদ্ভোধন করা হয়, মুক্তিযোদ্ধার নামে সেই নাম ফলক উন্মোচন করা সড়কের ফলকটি কে বা কাহারা মুক্তিযোদ্ধের অপশক্তি স্বাধীনতা বিরোধীদের কবলে পড়ে এই নাম ফলক টি ভেঙ্গে ফেলা হয়।
এই ব্যাপারে এখন ও সু নিশ্চিত কোন ধারনা পাওয়া যায়নি,
বিষয়টি আজ ০১/০২/২০২৪ ইং বৃহস্পতিবার দেখা যাওয়া মাত্রই এলাকাতে এবং সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা কমান্ডার সহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এবং বিভিন্ন পেশা শ্রেনী মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এবং বিষয়টি তদন্ত সাপেক্ষ্য খতিয়ে দেখার আশ্বাস জানিয়েছেন স্থানীয় প্রশাষন।