সরিষাবাড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জেলা প্রতিনিধি- জামালপুর
বিএনপির ঘাঁটিখ্যাত প্রয়াত বিএনপি নেতা ব্যারিষ্টার সালাম তালুকদার সাবেক মহাসচিব (বিএনপি) বহুল আলোচিত সংসদীয় আসন, জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।১২/০২/২০২৫ বুধবার উপজেলা বিএনপি’র আয়োজনে সরিষাবাড়ী রেলওয়ে ময়দানে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে, প্রথম পর্বে আলোচনা সভা ও ২য় পর্বে কাউন্সিলের কমিটি ঘোষনা করা হয়..!
নব গঠিত সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র কমিটিতে সভাপতি হিসেবে আলহাজ্ব আজিম উদ্দিন আহম্মেদ, ত্যাগী এই নেতা দীর্ঘ সময় পাড় করেন এবং সাবেক কমিটির সভাপতি হিসাবে তিনিই ছিলেন। ও সাধারন সম্পাদক হিসাবে দীর্ঘ রাজনীতির লড়াই সংগ্রাম করে দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের সুসংগঠিত করে আগলে রেখেছেন নিজ উপজেলাকে, সেই পরিক্ষিত নেতা ফরিদুল কবীর তালুকদার শামীম কে এবং এই দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন জামালপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এ্যাড.শাহ মো: ওয়ারেছ আলী মামুন এর পরিচালনায় প্রস্তাব ও সর্মথনের মধ্যে দিয়ে সভাপতি ও সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বিতায় তাদের নাম ঘোষনা করেন…!
দ্বি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বক্তব্য রাখেন। উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আজিম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএনপির জাতীয় কার্য-নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সহ- সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ- সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল,কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপি’র সহ সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সম্পাদক খন্দকার আসাদুজ্জামান রুবেল , সাংগঠনিক সম্পাদক লোকমান আলী খান, জলাবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল. কেন্দ্রীয় যুবদল নেতা আনন্দ শাহ, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল কবীর তালুকদার শাহীন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি খোরশেদ আলম তালুকদার, মামুন অর রশীদ, আব্দুল ওয়াহাব, সুরুজ্জামান সুরুজ, দুলাল মিয়া, এ্যাডভোকেট হুমায়ুন কবীর খান, আব্দুল বারীক, নাজমুল ইসলাম নাজু, প্রমুখ বক্তব্য রাখেন…! সম্মেলন পরিচালনা করেন জেলা বিএনপি’র উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন।
সম্মেলনে প্রস্তুতি ছিল ব্যাপক সকল ইউনিয়ন পৌরসভা থেকে ঢল নামে বিপুল সংখ্যক নেতা কর্মীর খন্ড খন্ড মিছিল নিয়ে আসতে দেখা যায় বিভিন্ন ওয়ার্ড এবং দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।