হবিগঞ্জ-৪ (মাধবপুর, চুনারুঘাট ) আসনে অনেক ব্যবধানে এগিয়ে ব্যারিষ্টার সুমন
অপরাজিত বিশ্বাস অপু
সিলেট ব্যুরো।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু হবিগঞ্জ -৪ আসনে বিপুল ভোটের ব্যাবধানে এগিয়ে আছেন ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন। যার প্রতিদন্দ্বী আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে হেভিওয়েট প্রার্থী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।
শেষ খবর পাওয়া পযর্ন্ত মাধবপুর উপজেলার প্রায় সব কয়টি কেন্দ্রের ফলাফলে ই বিশাল ভোটের ব্যাবধানে এগিয়ে আছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ পর্যন্ত পাওয়া তথ্যে, মাধবপুর, চুনারুঘাট উপজেলায় মোট ২৯ টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীক পেয়েছেন ৭০৮৩ ভোট। অপরপক্ষে, ঈগল প্রতীক পেয়েছে মোট ৩২,০২৮ ভোট।