১৪২ জামালপুর সদর ৫ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সন্মেলন
জামালপুর জেলা প্রতিনিধি-
নির্বাচনি ক্যাম্পে হামলা, ভাঙচুর, ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন, প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন জামালপুর-৫ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) রেজাউল করিম রেজনু (সিআইপি) এসময় তিনি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান…
শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে শহরের তমালতলাস্থ আওয়ামী লীগের দলীয় অফিসে (একাংশ) এ সংবাদ সম্মেলন করা হয়..!
রেজাউল করিম রেজনু (সিআইপি)বলেন, মেলান্দহ মাদারগঞ্জের সংসদ সদস্য মির্জা আজম ও জামালপুর-৫ সদর আসনের নৌকার প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের নির্দেশে আমার নির্বাচনি ক্যাম্পে হামলা ও ভাঙচুর করা হয়েছে। ভোটারদের ভয়-ভীতি প্রদর্শন ও ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয় প্রশাসনকেও প্রভাবিত করার চেষ্টা চলছে, এবং সাধারন ভোটারদের টাকা পয়সা লেনদেন বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিভিন্ন ভাবে প্রভাবিত করা হচ্ছে।
তিনি বলেন, নৌকার প্রার্থী অবৈধ টাকার ছড়াছড়ি, অস্ত্র এবং বিভিন্ন জায়গা থেকে ক্যাডার বাহিনী নিয়ে এসে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। একজন সাবেক আমলার এত টাকার উৎস কোথায়?
তিনি আরও বলেন, ৭ জানুয়ারি জামালপুর-৫ আসনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের দাবিতে আমার এই সংবাদ সম্মেলন। আমি এই আসনের নির্বাচন সরাসরি মনিটরিং করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ জানাচ্ছি
বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।
কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি