আবারো বিএনপির আগুন সন্ত্রাস
লাইভ নিউজ বিডি ২৪ ডেক্স-
২৯ অক্টোবর ২০২৩
হরতালের শুরুতেই রাজধানীর মোহাম্মদপুরে বাসে আগুন
বিএনপি-জামায়াতের ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া কর্মসূচি শেষ হবে সন্ধ্যা ছয়টায়। তবে এখন পর্যন্ত হরতালের সমর্থনে মিছিল-সমাবেশের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
তবে রাজধানীর মোহাম্মদপুরে স্বাধীন পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায় সকাল সাড়ে ৫টার দিকে তিনজন ব্যক্তি আসে। তাদের মধ্য থেকে একজন পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা একজনকে আটক করে। বর্তমান সে মোহাম্মদপুর থানায় রয়েছে।
#হরতাল #বিএনপি #জামায়ত #আগুন #বাংলাদেশ #আগুনসন্ত্রাস #মোহাম্মদপুর