1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
আপন চাচার চোখ তুলে নিলেন ভাতিজা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার উদ্যোগে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে দোয়া ও ইফতার মাহফিল তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার নিয়ে জামালপুরে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ আগামীর দিন হবে তারেক রহমানের বলেছেন ডক্টর নিলুফার চৌধুরী মৃত বন্ধু রেজাউলের আত্মার মাগফেরাত কামনাই ইফতার ও দোয় মাহফিল অনুষ্ঠিত ব্যাংক লোপাট করে লাপাত্তা হলেও বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন মির্জা আজমের আর্শিবাদপুষ্ট জামালপুরে আদালত চত্ত্বরে সংঘর্ষ,আইনজীবী সহ আহত ৮ জামালপুর সদর থানা কর্তৃক ওপেন হাউস ডে” সভায় ২নং শরিফপুর ইউনিয়নবাসীর সাথে এসপি’র মতবিনিময় সভা জামালপুরে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ-২০২৫

আজ বিশ্ব নদী দিবস: হারিয়ে গেছে সিলেটের ২৭ নদী!

অপরাজিত বিশ্বাস অপু সিলেট ব‍্যুরো চিফ।
  • আপডেট করা হয়েছে রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৬ বার পড়া হয়েছে

আজ বিশ্ব নদী দিবস: হারিয়ে গেছে সিলেটের ২৭ নদী!

 

অপরাজিত বিশ্বাস অপু
সিলেট ব‍্যুরো চিফ।

বিশ্ব নদী দিবস’ আজ। নদী রক্ষায় সচেতনতা বাড়াতে প্রতি বছর সেপ্টেম্বরের চতুর্থ রোববার বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

বাংলাদেশেও দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে জাতীয় নদীরক্ষা কমিটি, বিভিন্ন পরিবশেবাদী সংগঠনগুলো। এবারের প্রতিপাদ্য হলো ‘রাইটস অব রিভার’।
বিশ্ব নদী দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। জাতীয় নদী রক্ষা কমিশনকে শক্তিশালী ও গতিশীল করার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

এদিকে, প্রতি বছর ‘বিশ্ব নদী দিবস’ আসে আর যায়- কিন্তু সিলেটে হারিয়ে যাওয়া নদীগুলো পুনরুজ্জীবিত করতে নেওয়া হয় না কোনো উদ্যোগ। জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকা অনুযায়ী সিলেটে মোট নদী রয়েছে ১৫৭টি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে এর সংখ্যা আরোও বেশি। সিলেটের ২৭টি নদীর নাম তালিকাভুক্ত করেনি এনআরসিসি। এর মধ্যে সিলেট বিভাগের আমরি, ইসদার, উমিয়াম, কর্ণঝরা, কর্ণবালজা, কাঁচামাটিয়াসহ আরোও বেশ কয়েকটি নদী রয়েছে। এনআরসিসি তথ্য অনুযায়ী সিলেট থেকে হারিয়ে গেছে ২৭টি নদী।

দেশে নদ-নদীর প্রকৃত সংখ্যা নিরূপণে ২০১৯ সালে তালিকা প্রণয়ন শুরু করে জাতীয় নদী রক্ষা কমিশন (এনআরসিসি)। প্রায় চার বছর কাজ শেষে গত ১০ আগস্ট সংস্থাটির ওয়েবসাইটে ৯০৭টি নদ-নদীর খসড়া তালিকা প্রকাশিত হয়। এ সংখ্যা নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন নদী গবেষকরা। এমনকি সরকারি-বেসরকারি অন্যান্য সংস্থার প্রকাশিত নদ-নদীর তথ্যের সঙ্গেও এনআরসিসির খসড়ার তথ্য মিলছে না।
নদী রক্ষা কমিশনের প্রস্তুত করা খসড়া তালিকার তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি নদ-নদী সিলেট বিভাগে। এ বিভাগের চারটি জেলায় নদীর সংখ্যা ১৫৭। সবচেয়ে কম নদী চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে নদীর সংখ্যা ৬২। নদ-নদীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে ময়মনসিংহ ও খুলনা বিভাগ। এ দুই বিভাগে নদ-নদীর সংখ্যা যথাক্রমে ১৪৫ ও ১২৭। এরপর নদ-নদীর সংখ্যা বেশি ঢাকা বিভাগে, ১২৫টি। তারপর রংপুর বিভাগে ১১৯টি। বরিশাল ও রাজশাহী বিভাগে নদ-নদীর সংখ্যা যথাক্রমে ১০০ ও ৭২।

নদী গবেষকদের বলছেন, দেশে নদ-নদী রয়েছে দেড় হাজারের বেশি। কিন্তু এনআরসিসির তালিকায় তা নেমে এসেছে হাজারেরও নিচে। আবার সরকারি অন্যান্য তালিকার সঙ্গেও এটি অসামঞ্জস্যপূর্ণ। এমন অসামঞ্জস্য নিয়ে এটি প্রকাশিত হলে দেশে নদ-নদীর সংখ্যা নিয়ে জটিলতা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তালিকায় অসামঞ্জস্যের বিষয়টি স্বীকার করছেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও। এনআরসিসির খসড়া তালিকায় অসংগতি থাকা অস্বাভাবিক নয় উল্লেখ করে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোস্তফা কামাল বলেন, ‘‌দেশে নদ-নদীর সংখ্যা এর চেয়েও অনেক বেশি হবে। নদী রক্ষা কমিশনের গবেষণাকাজের এরিয়া হয়তো এ নদ-নদীগুলো নিয়ে ছিল। নদ-নদীর প্রকৃত সংখ্যা পানি সম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডে সংরক্ষিত আছে। আমরা ভিন্ন একটি প্রজেক্ট নিয়েছি—সারা দেশের নদ-নদী উদ্ধার ও নাব্যতা নিয়ে। এ কাজ সমাপ্ত হলে আমরা নদ-নদীর প্রকৃত সংখ্যা পেয়ে যাব।’
তিনি বলেন, ‘‌অবশ্যই দেশে নদ-নদীর সংখ্যা আরো বেশি হবে। শুধু সুন্দরবনেই নদী আছে ২১৮টি। জাতীয় নদী রক্ষা কমিশনের তালিকায় কয়টা নদী আছে তাদের জিজ্ঞেস করে দেখুন। এ সংখ্যা নদীর প্রকৃত সংখ্যা না-ও হতে পারে। আমরা বাংলাদেশের পুরনোসহ সবগুলো নদী ম্যাপ ধরে উদ্ধারের কাজ শুরু করেছি। এটা আমরা করব মৌজা ম্যাপ ধরে।’

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বক্তব্যে সুন্দরবনে ২১৮টি নদীর কথা বলা হলেও এনআরসিসির খসড়া তালিকায় পুরো খুলনা বিভাগেই নদী দেখানো হয়েছে ১২৭টি।

দেশে ৪০৫টি নদ-নদী নিয়ে ২০১১ সালে একটি সমীক্ষা চালিয়েছিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এ নিয়ে ছয় খণ্ডের বইও প্রকাশ করেছিল সংস্থাটি। ওই ৪০৫ নদ-নদীর মধ্যে ১৩৯টিই এনআরসিসির খসড়া থেকে বাদ পড়েছে। ‘‌বাংলাদেশের নদ-নদী’ নামে ছয় খণ্ডে প্রকাশিত ওই সিরিজের সঙ্গে এনআরসিসির খসড়া তালিকার নদ-নদীর তথ্যে ব্যাপক গরমিল আছে বলে দাবি করেছে নদীবিষয়ক গবেষণা সংস্থা রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার (আরডিআরসি)।
সংস্থাটির হিসাব অনুযায়ী, পাউবোর সমীক্ষার অন্তত ১৩৯টি নদীর নাম এনআরসিসির খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে সিলেট বিভাগের আমরি, ইসদার, উমিয়াম, কর্ণঝরা, কর্ণবালজা, কাঁচামাটিয়াসহ ২৭টি নদীর নাম তালিকাভুক্ত করেনি এনআরসিসি। একইভাবে রাজশাহী বিভাগের ১৬টি, রংপুরের ১০, ময়মনসিংহের ২৭, বরিশালের সাত, ঢাকার ৩০, চট্টগ্রামের ১২ ও খুলনা বিভাগের ১০টি নদী তালিকাভুক্ত করেনি এনআরসিসি।

এ প্রসঙ্গে জানতে চাইলে আরডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এজাজ বলেন, ‘এনআরসিসি নদীর তালিকা প্রকাশ করলে এটি একটি সরকারি দলিল হয়ে যাবে। সংস্থাটি দেশের সব নদ-নদীর তালিকা প্রকাশ করছে দাবি করলে বলতে হয়, সেখানে সরকারি হিসাবেরই অনেক নদীর নাম বাদ পড়েছে। আমরা পাউবোর ৪০৫ নদীর মধ্যে ১৩৯টির নাম পাইনি। জেলা তথ্য বাতায়ন, নদী গবেষক, বিভিন্ন গবেষণা পত্রের তথ্য অনুযায়ী প্রকৃত নদীর সংখ্যা আরো বেশি। পাউবোর সাবেক প্রধান প্রকৌশলী ও বিশিষ্ট পানি বিশেষজ্ঞ মো, ইনামুল হকের বাংলাদেশের নদ-নদী বইয়ে ১ হাজার ২১৬টি নদীর মানচিত্র ও তালিকা দেয়া আছে। আমাদের দাবি হলো, অবশ্যই সরকারি-বেসরকারি এসব তথ্য বিবেচনায় নিয়ে, বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে নদীর পূর্ণাঙ্গ তালিকা করা হোক। নয়তো এ তালিকার বাইরে যেসব শত শত নদী থাকবে, সেগুলো অচিরেই দখলদারদের কবলে পড়ে হারিয়ে যাবে। তাহলে তা হবে নদীর সঙ্গে করা এক মারাত্মক অন্যায়।’

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘‌পাউবো ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীর যে তালিকা দিয়েছে, সে তালিকার সঙ্গে বেসরকারি সংস্থার নদীর তালিকার অসামঞ্জস্য থাকায় আদালত নির্দেশ দিয়েছেন সব সংস্থাকে মিলে নদীর পূর্ণাঙ্গ তালিকা দিতে। নদী রক্ষা কমিশন ডিসিদের থেকে নদীর যে তালিকা এনেছে, তা কোনো অবস্থায়ই সম্পূর্ণ নয়, সঠিকও নয়। এখানে একক কোনো সংস্থার উদ্যোগে নয়, বরং সরকারি-বেসরকারি সংস্থা মিলে একযোগে পূর্ণাঙ্গ তালিকা করতে হবে। সরকারি সংস্থাগুলোর তথ্যেই যদি অসামঞ্জস্য থাকে তাহলে আমরা এখানে সমন্বয়ের চূড়ান্ত অভাব দেখতে পাচ্ছি।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, ‘‌আমরা তালিকাটি চূড়ান্ত করে ফেলেছি। আগামী ২৪ তারিখে এটি প্রকাশ করব। খসড়া তালিকা প্রকাশের পর একজন ১০৫টি নদীর তালিকা দিয়েছিল, সেখানে অনেক খালকে নদী দেখানো হয়েছে। আমরা সেগুলোও নিষ্পত্তি করে ফেলেছি।’

অনেক নদ-নদীর নাম বাদ পড়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘‌এটি মিথ্যা অভিযোগ। যারা এসব বলে তারা তালিকাগুলো পড়ে দেখেনি।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি