1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
আপন চাচার চোখ তুলে নিলেন ভাতিজা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার উদ্যোগে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে দোয়া ও ইফতার মাহফিল তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার নিয়ে জামালপুরে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ আগামীর দিন হবে তারেক রহমানের বলেছেন ডক্টর নিলুফার চৌধুরী মৃত বন্ধু রেজাউলের আত্মার মাগফেরাত কামনাই ইফতার ও দোয় মাহফিল অনুষ্ঠিত ব্যাংক লোপাট করে লাপাত্তা হলেও বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন মির্জা আজমের আর্শিবাদপুষ্ট জামালপুরে আদালত চত্ত্বরে সংঘর্ষ,আইনজীবী সহ আহত ৮ জামালপুর সদর থানা কর্তৃক ওপেন হাউস ডে” সভায় ২নং শরিফপুর ইউনিয়নবাসীর সাথে এসপি’র মতবিনিময় সভা জামালপুরে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ-২০২৫

আবার প্লাবিত সিলেট নগরী

অপরাজিত বিশ্বাস অপু সিলেট ব‍্যুরো।
  • আপডেট করা হয়েছে শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৪৩৬ বার পড়া হয়েছে

আবার প্লাবিত সিলেট নগরী

 

অপরাজিত বিশ্বাস অপু
সিলেট ব‍্যুরো।

তিন ধরে সিলেটে হচ্ছে অবিরাম বৃষ্টি। গতকাল শুক্রবার দিনভর ঝরেছে ভারী বর্ষণ। এর ফলে ফের জলের নগরে পরিণত হয়েছে সিলেট। শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে সিলেট নগরের অর্ধেকেরও বেশি এলাকায় বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠটানে ঢুকে পড়েছে পানি। নির্ঘুম রাত কাটিয়েছেন ভোগান্তিতে পড়া নগরবাসী।

ভোর ৫টার দিকে নিজ এলাকায় জলাবদ্ধতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। তাঁর নিজের বাসাও জলমগ্ন। ভিডিওতে দেখা যায়- ফরহাদ চৌধুরীর বাসার নিচ তলায় পানি থৈ থৈ করছে। আসবাবপত্র অর্ধেক ডুবে আছে পানিতে। নিজ পরিবার এবং এলাকার মানুষের ভোগান্তির কথা তুলে ধরে তিনি লাইভে।
এসময় কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন- সিটি করপোরেশনের পক্ষ থেকে মহানগরের ছড়া, নালা ও খালগুলো যথাসময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হলেও আমাদেরকে ফের জলাবদ্ধতার শিকার হতে হয়েছে। সুরমা নদী খনন না করলে এ ভোগান্তি থেকে আর রেহাই পাওয়া সম্ভব নয়।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতাল, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কাজলশাহ, শাহজালাল উপশহর, দরগামহল্লা, কালীঘাট, বাগবাড়ি, কানিশাইল, লামাপাড়া, লালা দিঘিরপাড়, মাছুদিঘিরপাড়, বাদামবাগিছা, শাহপরাণ, কুয়ারপাড় উপশহর, সোবহানীঘাট, যতরপুর, শিবগঞ্জ, মাছিমপুর, কামালগড় ও দক্ষিণ সুরমার পিরোজপুরসহ সিলেট নগরের অর্ধেকেরও বেশি এলাকার রাস্তাঘাট তলিয়ে বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে।

দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকার বাসিন্দা আব্দুর রহমান শনিবার (৭ অক্টোবর) সকাল ৯টার দিকে বলেন- শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আমার ঘরে পানি ঢুকে পড়ে। বিভিন্ন আসবাবপত্র বাঁচাতে এগুলো খাটের উপর রেখেছি। আমার পরিবারের সদস্যরা নির্ঘুম রাত কাটিয়েছি। আর পানি বাড়লে বাসা ছেড়ে যেতে হবে। আমাদের এলাকার প্রায় প্রত্যেকটি পরিবারের অবস্থাই এমন।
তালতলা এলাকার বাসিন্দা সানাওর রহমান চৌধুরী বলেন- রাত ৩টার দিকে আমার ঘরে পানি প্রবেশ করেছে। এতে ঘরের আসবাবপত্রসহ বেশ কিছু জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। আর যেভাবে টানা বৃষ্টি চলছে পানি কোথায় গিয়ে দাঁড়াবে বলা মুশকিল।

নগরের শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা সাংবাদিক এম জে এইচ জামিল বলেন- আমরা একটি ভবনের ৪ তলায় থাকি। কিন্তু নিচ তলায় রাতে পানি ঢুকে পড়েছে। এর বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। আমাদের পাড়ার অধিকাংশ বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন- সিলেট মহানগরের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে সংশ্লিষ্টরা উদ্যোগ নিচ্ছেন না। ফলে বার বার নগরবাসীকে এমন পরিস্থিতির মুখোমুখি পড়তে হচ্ছে।

পানি ঢুকে পড়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা প্রদান। ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।
পানি ঢুকে পড়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা প্রদান। ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি