এতিম শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন জামালপুর সদরে ৫ আসনে এমপি মোজাফফর হোসেন
জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরে এতিম শিশুদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করলেন জামালপুর সদরে ৫ আসনে এমপি মোজাফফর হোসেন
উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকার জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মিদন উপলক্ষে জামালপুরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে পৌর শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেনের আয়োজনে এই দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ মোখলেছুর রহমান, অধ্যাপক সুরুজ্জামান, হেলাল উদ্দিন সহ আরো অনেকে।
পরে জেলা মডেল মসজিদের পেস ইমাম মাসুদ হোসাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের মঙ্গলকামনায় দোয়া করেন।
অনুষ্ঠানে সরকারি শিশু পরিবার, শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূর্নবাসন কেন্দ্র, অপারেজয় বাংলাদেশ ও স্নেহা আশ্রয় কেন্দ্রের এতিম ও সুবিধা বঞ্চিত শিশুরা উপস্থিত ছিলেন।