1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
জামালপুর জেলার দেওয়ানগঞ্জে ভোটের মাঠে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুন্নী আক্তার ছে‌লের দায়ের কোপে মা‌য়ের মৃত্যু ঘাতক ছেলে গ্রেফতার ২০২৪ সালের – ফিতরা নির্ধারন সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা থেকে সর্বোচ্চ ২৯৭০ টাকা জানালেন, ইসলামিক ফাউন্ডেশন কবিরাজ থেকে কোটিপতি “বুলবুলি” কবিরাজ ক্যাপসিকাম বিক্রি করতে পেরে অবশেষে হাঁসি ফুটলো কৃষকের মুখে…  সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত জামালপুর সাংবাদিক লাঞ্ছিত করলেন অবৈধ তেলের ব্যবসায়ী মনু  জামালপুর আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত অপরাজেয় বাংলাদেশ এর আয়োজনে সরকারি-বেসরকারি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ সভা জামালপুরে এডাব এর আয়োজনে সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কাঠের সেতু বদলে দিল শত শত চর অঞ্চল মানুষের ভাগ্য

জাহাঙ্গীর আলম জামালপুরঃ
  • আপডেট করা হয়েছে রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

কাঠের সেতু বদলে দিল শত শত চর অঞ্চল মানুষের ভাগ্য

 

জাহাঙ্গীর আলম জামালপুরঃ

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আওনা ইউপির জগনাথগঞ্জ পুরাতন ঘাটের কুলপাল খেয়া ঘাটের সুবর্ণখালী নদীতে ৩০০ ফুট লম্বা একটি কাঠের সেতু বদলে দিলো লাখো চরবাসীর ভাগ্য। এতে চরাঞ্চলে উৎপাদিত ফসল সঠিক সময়ে হাট-বাজারে আনা নেয়াসহ চলাচলের নতুন দিগন্ত সৃষ্টি হলো।
সরিষাবাড়ী উপজেলার পশ্চিমপাশ দিয়ে বয়ে চলা এ সুবর্ণখালি খাল। এটি পোগলদিঘা ইউপির চরপোগলদিঘা হয়ে আওনা ইউপির কুলপাল চরের মাঝখান দিয়ে বয়ে চলেছে ঐতিহ্যবাহী পুরোনো সুবর্ণখালি নদী। সুবর্ণখালি মূলত ঝিনাই নদী থেকে উৎপত্তি। ব্রহ্মপুত্রের শাখা ঝিনাই নদী ভাটিতে সরিষাবাড়িতে গিয়ে সুবর্ণখালি নামধারণ করে উপজেলার আওনা ইউপির জগন্নাথগঞ্জঘাটের কুমারপাড়ায় হয়ে পিংনায় যমুনার শাখায় মিলিত হয়েছে। এর পশ্চিমপাশে আওনা ইউনিয়নের কুমারপাড়া, কাজলগাঁও, স্থলপশ্চিম চরা, আওনা, ঘুইঞ্চা, কুলপাল, দয়ালপুর, পোগলদিঘা ইউপির চরপোগলদিঘা, দামোদরপুর, শ্যামপুর, গোবিন্দপলট, বিন্নাফৈর, মালিপাড়া, টাকুরিয়া জনবসতিকে দুই ভাগে বিভক্ত করে রেখেছে।

সুবর্ণখালী নদীতে ৩০০ ফুট লম্বা একটি কাঠের সেতু বদলে দিলো লাখো চরবাসীর ভাগ্য।
সুবর্ণখালী নদীতে ৩০০ ফুট লম্বা একটি কাঠের সেতু বদলে দিলো লাখো চরবাসীর ভাগ্য।
এছাড়াও কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর, মনসুরনগর, চরগিরিশসহ ৮টি ইউপির হাজার হাজার লোক কুলপাল খেয়াঘাট দিয়েই প্রতিদিন চলাচল করে। নদীর দু’পাড়ে লক্ষাধিক মানুষের বসবাস।
সরেজমিন গিয়ে দেখা যায় জগনাথগঞ্জ পুরাতন ঘাট এলাকার সুবর্ণ খালী নদীর বুকে জেগে ওঠেছে নতুন চর। নৌকা চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। ফলে চরাঞ্চলের মানুষ যাতায়াতে ভীষণ অসুবিধায় পড়ে। তারা ঠিক সময়ে আসতে পারছে না বাজারে। রোগী নিতে পারছে না হাসপাতালে। স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা সঠিক সময়ে পারছে না বিদ্যালয়ে যেতে। চরাঞ্চলের কৃষক সময় মতো বাজারে নিতে পারছে না তাদের উৎপাদিত ফসলাদি চরম বিপাকে পড়েন নদী পারের লাখো মানুষ।
সুবর্ণখালী নদীতে ৩০০ ফুট লম্বা একটি কাঠের সেতু বদলে দিলো লাখো চরবাসীর ভাগ্য।
সুবর্ণখালী নদীতে ৩০০ ফুট লম্বা একটি কাঠের সেতু বদলে দিলো লাখো চরবাসীর ভাগ্য।
চরাঞ্চলের মানুষের দু:খ লাঘব করতে আওনা ইউপির দৌলতপুর গ্রামের বাসিন্দা হাইকোর্টের আইনজীবী সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য দৌলতপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু তার নিজস্ব অর্থায়নে জনসাধারণের চলাচলের সুবিধার জন্য কাঠের সেতু নির্মাণ করে দিলেন।

ইউনিয়ন কৃষক লীগের সভাপতি চান মিয়া বলেন, দীর্ঘ সময় ধরে এলাকার সর্বস্তরের মানুষ জগনাথগঞ্জ পুরাতন ঘাট সুবর্ণখালী নদীর ওপর একটি ব্রিজ নির্মাণের দাবি জানালেও কোনো কাজ হয়নি।
ইলিয়াস সরকার বলেন, কাঠের সেতু নির্মাণের ফলে কিছুটা হলেও মানুষের কষ্ট লাঘব হবে। কৃষকের উৎপাদিত ফসল দ্রুত সময়ের মধ্যেই পরিবহন করতে পারবে।
সুবর্ণখালী নদীতে ৩০০ ফুট লম্বা একটি কাঠের সেতু বদলে দিলো লাখো চরবাসীর ভাগ্য।
সুবর্ণখালী নদীতে ৩০০ ফুট লম্বা একটি কাঠের সেতু বদলে দিলো লাখো চরবাসীর ভাগ্য।
ব্যবসায়ী আব্দুল কাদের জানান, আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার দিপুর এ উদ্যোগকে স্বাগত জানাই। কাঠের সেতু নির্মাণ হওয়ায় আগামী ৪-৫ মাস চলাচলে সুবিধা হবে। চরাঞ্চলের মানুষের চলাচলের সুবিধার জন্য একটি ব্রিজ অতিব জরুরি।
সাইফুল ইসলাম জানান, আগে নৌকার জন্য পারে বসে থাকতে হতো। এখন আর বসে সময় নষ্ট হবে না। সঠিক সময়ে জনসাধারণ তার গন্তব্যে পৌছতে সক্ষম হবে।

মনিরুজ্জামান বলেন, এ কাঠের তৈরি সেতু দিয়ে আষাঢ় মাস পর্যন্ত চলাচল করতে পারবো। অনেক সময় রাতে পার হতে হলে নৌকা পাওয়া যায় না। ফলে মানুষকে ভোগান্তি পোহাতে হয়।
সুবর্ণখালী নদীতে ৩০০ ফুট লম্বা একটি কাঠের সেতু বদলে দিলো লাখো চরবাসীর ভাগ্য।
সুবর্ণখালী নদীতে ৩০০ ফুট লম্বা একটি কাঠের সেতু বদলে দিলো লাখো চরবাসীর ভাগ্য।

আবু বক্কর বলেন, আষাঢ় মাস থেকে শুরু করে কার্তিক মাস পর্যন্ত নৌকা দিয়ে চলাচল করা যায়। কার্তিক মাস থেকে পানি কমতে থাকলে নৌকা চরে আটকে যায়। আস্তে আস্তে পানি যতোই নামতে থাকে নৌকা চলাচলে ততোই সমস্যা হতে থাকে। বিশেষ করে অগ্রহায়ণ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত চলাচলে সমস্যা বাড়ে। না যায় নৌকা, না যায় পায়ে হাঁটা।

শামছুল আলম জানান, নদীর পশ্চিম পাড়ে সরিষাবাড়ি উপজেলাসহ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৪০ থেকে ৪৫টি গ্রামের কয়েক লাখো মানুষের বসবাস। সড়কপথে কাজিপুর উপজেলার দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার এবং নৌ-পথে প্রায় ২৫ কিলোমিটার। শুকনো মৌসুমে নদীতে চর পড়ে যায়। তখন যাতায়াত করা আরো কষ্টসাধ্য হয়ে পড়ে।
সুবর্ণখালী নদীতে ৩০০ ফুট লম্বা একটি কাঠের সেতু বদলে দিলো লাখো চরবাসীর ভাগ্য।
সুবর্ণখালী নদীতে ৩০০ ফুট লম্বা একটি কাঠের সেতু বদলে দিলো লাখো চরবাসীর ভাগ্য।
আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু জানান, চরাঞ্চলের মানুষের চলাচলের সুবিধার জন্য একটি ব্রিজ অতিব জরুরি। বিভিন্ন দফতরে আবেদনও করা হয়েছে। চরাঞ্চলের মানুষের চলাচলের সুবিধার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে কাঠের সেতু নির্মাণ করে দিয়েছি। যাতে ভরা মৌসুমের আগ পর্যন্ত নির্বিঘ্নে চলাচল করে কৃষকের উৎপাদনকৃত ফসল বাজারে পৌঁছাতে পারে।
কাঠের ব্রিজের ফলে আওনা, ঘুইঞ্চা, কুলপাল, দামোদরপুর, চর পোগলদিঘা, গুয়াখাড়া, গুজাবাড়ি, রঘুনাথপুরসহ পাশের কাজীপুর জেলার কয়েকটি ইউপির লাখো মানুষের সুবিধা হবে। দুর্ভোগে থাকা অবহেলিত চরাঞ্চলের সাধারণ মানুষ দিপু তালুকদারকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

অপরদিকে কাঠের সেতু নির্মাণ কাজ শেষে আজ বিকেলে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
আওনা ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবেদ আলীর সভাপতিত্বে আইনজীবী মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু জনসাধারণের চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেন। এ সময় উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির হোসেন জুয়েল, শ্রমিক ফেডারেশনের নেতা আব্দুল মোত্তালেব, কুলপাল চরের শামসুল আলম, মজিবর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি