জামালপুরে বশেফমুবিপ্রবি সিন্ডিকেটের ১৪তম সভা অনুষ্ঠিত
মো: খোরশেদ আলম
ময়মনসিংহ ব্যুরো প্রধান।
জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর-২০২৩) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সভাকক্ষে এ সভা হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভাপতি ও মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: কামরুল আলম খান সভাপতিত্ব করেন।
সভায় সম্মানিত সিন্ডিকেট সদস্য বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা মির্জা আজম, এমপি; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো: মিজানুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মো: মুনিরুজ্জামান, পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: শহিদুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস.এম. ইউসুফ আলী ও সচিব রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন সশরীরে উপস্থিত ছিলেন।
অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের পরিচালক অধ্যাপক ড. মো: তোফাজ্জল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ড. জেরিনা বেগম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) মো. আব্দুল মতিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক) কাজি মো: আবদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাজনীন হোসেন যুক্ত হয়ে সভায় অংশ নেন।
সভায় অন্যদের মধ্যে ডেপুটি রেজিস্ট্রার মো: জমরুদ হোসেন, সহকারী রেজিস্ট্রার এস.এম আহসান হাবিব, সহকারী রেজিস্ট্রার মো: সাব্বির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।