জামালপুরে ময়মনসিংহ বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত-২০২৩
মোঃ বিলাত আলী
বিশেষ প্রতিনিধি
জামালপুরে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন ও মূল্যায়ন” শীর্ষক ময়মনসিংহ বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা-২০২৩ অনুষ্টিত হয়েছে।
উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোন্দকার মো: রুহুল আমিন, যুগ্মসচিব (পরিচালক প্রশিক্ষণ), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সাইফুল ইসলাম, মোঃ গাজী মোয়াজ্জেম হোসেন, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর ঢাকা। জামালপুর জেলার যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান, জামালপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সাইফুল ইসলাম খান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সফল আত্মকর্মী ও সফল সংগঠক মোঃ খোরশেদ আলম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সফল আত্মকর্মী মাসুমা আক্তার, বিলকিস বেগম এবং জাতীয় কাউন্সিলের সদস্য মাকসুদা আক্তার, যুব সংগঠক মোঃ আনিসুর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মোঃ হারুন-অর- রশিদ, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ।
৬ টি জেলার সম্মানিত উপ-পরিচালক, সহকারী পরিচালক, ডেপুটি কো-অডিনেটর, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত আত্মকর্মী, সফল সংগঠক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।