জামালপুর আন্তঃনগর বিজয় ট্রেনটি চালুর দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন-
প্রতিবেদক- খোরশেদ আলম-বিভাগীয় ব্যুরো প্রধান -জামালপুর
আন্তঃনগর বিজয়এক্সপ্রেস ট্রেন টি-
জামালপুর থেকে বিজয় ট্রেন চলাচলের দাবিতে জামালপুর রেলস্টেশনে মানববন্ধন ও সমাবেশ করে সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখা। আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটিকে জামালপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত চালুর সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে জামালপুর রেলস্টেশনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর বেলা ১১টায় জামালপুর নাগরিক কমিটি ও সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সম্মানিত সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা মোঃ আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, সহসভাপতি অধ্যাপক কায়েদুজ্জামান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রমেন বণিক, জামালপুর পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি মোঃ এনামুল হক রতন, নাট্যনীড়ের সাধারণ সম্পাদক সাগর মুখার্জী, উদয়ন ক্লাবের সভাপতি মেহেদী হাসান অপু, সম্প্রীতি বাংলাদেশের সাধারণ সম্পাদক তুষার মল্লিক, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, বাংলাদেশ বেতারের সাংবাদিক ফজলে এলাহী মাকাম, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ও সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক মোঃ খোরশেদ আলম, সচেতন নাগরিক সমাজের সভাপতি মুক্তাদির সেলিম, আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখা এর সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, গণমাধ্যম বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ বিলাত আলী, দপ্তর সম্পাদক, মোঃ আহসান হাবীব সুমন প্রমুখ।
সম্মিলিত সামাজিক আন্দোলন ও নাগরিক কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম বলেন আমাদের দাবি একটাই জামালপুর রেলস্টেশন থেকেই আন্তঃনগর বিজয় ট্রেন চালু করতে হবে। আমরা দীর্ঘ একযুগ ধরে আন্দোলন করে আসছি। সরকার প্রতিশ্রুতিও দিয়েছেন। দুই দফা পিছিয়ে বিজয় ট্রেনটি ১২ নভেম্বর থেকে জামালপুর থেকে চলাচলের সরকারি সিদ্ধান্ত ছিলো। কিন্তু ময়মনসিংহের একটি সার্থান্বেষী মহল বিজয় ট্রেনের স্টার্টিং স্টেশন যাতে জামালপুর না হয়, এর জন্য বিরোধিতার কারণে ট্রেনটি জামালপুরে আসছে না। যতক্ষণ পর্যন্ত বিজয় ট্রেন জামালপুর পর্যন্ত চালু না হবে ততদিন পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি ও সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা এর নির্বাহী পরিচালক মোঃ খোরশেদ আলম বলেন আমাদের দাবি একটাই জামালপুর রেলস্টেশন থেকেই আন্তঃনগর বিজয় ট্রেন চালু করতে হবে। আমাদের সরকার মহোদয় প্রতিশ্রুতিও দেওয়ার পরেও দুই দফা পিছিয়ে বিজয় ট্রেনটি ১২ নভেম্বর থেকে জামালপুর থেকে চলাচলের সরকারি সিদ্ধান্ত ছিলো। কিন্তু ময়মনসিংহের একটি সার্থান্বেষী মহল বিজয় ট্রেনের স্টার্টিং স্টেশন যাতে জামালপুর না হয়, এর জন্য বিরোধিতার কারণে ট্রেনটি জামালপুরে আসছে না। যতক্ষণ পর্যন্ত বিজয় ট্রেন জামালপুর পর্যন্ত চালু না হবে ততদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।
সমাবেশের বক্তারা জরুরি ভিত্তিতে জামালপুরবাসীর দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন।