জামালপুর নরুন্দি ইউনিয়নের কৃতি সন্তান (রেজাউল মাসুদ ) অতিরিক্ত ডিআইজি পদোন্নতি পাওয়াই সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ
জাহাঈীর আলম জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার নরুন্দিতে চেয়ারম্যানের উদ্যোগে মিষ্টি বিতরণ
আজ ৭ নভেম্বর রোজ মঙ্গলবার নরুন্দি বাজার চেয়ারম্যানের কার্যালয়ে জন সাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন জামালপুরের গৌরব নরুন্দি কৃতি সন্তান নরুন্দি বাসীর অহংকার (রেজাউল মাসুদ) অতিরিক্ত ডিআইজি পদোন্নতি পাওয়া নরুন্দিবাসী পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ সেই সাথে বিভিন্ন মসজিদে তাহার জন্য দীর্ঘায়ু কামনা ও তাহার কর্মজীবনের সাফল্য জন্য দোয়া আয়োজন করেন নরুন্দি ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান এসময় উপস্থিত ছিলেন নরুন্দি তদন্ত কেন্দ্রে ইনচার্জ নুর মাহমুদ ও নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক( ভুট্রু)) প্যানেল চেয়ারম্যান শাকিল ইপি সদস্য খালেক মেম্বার বিভিন্ন ওয়াট আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন