ঢাকায় কৃষক মহাসমাবেশ-কে সফল করার লক্ষ্যে জামালপুরে কৃষকলীগের বর্ধিত সভা-
মোঃ খোরশেদ আলম
ময়মনসিংহ ব্যুরো প্রধান।
আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকা কৃষক মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগ জামালপুর জেলা শাখার উদ্যােগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ কৃষক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরো’র সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি এডভোকেট এসএম জামাল আব্দুল নাসের বাবুল, ফজলুর রহমান বিএসসি, নুরুজ্জামান সরকার বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন সরকার, সদস্য মোঃ ফরিদ হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অন্যান্যের মধ্যে সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক মুরসালিন জুয়েল, পৌর কৃষক লীগের সভাপতি হাসান আলী, দেওয়ানগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুরুজ্জামান, মাদারগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি শামীম আহম্মেদ দুদু, মেলান্দহ উপজেলা কৃষক লীগের সভাপতি দিদারুল আলম শাকিল, ইসলামপুর উপজেলা কৃষক লীগের সভাপতি মো. নুরুল ইসলাম, বকশীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সরিষাবাড়ি উপজেলা কৃষক লীগের সভাপতি জয়নাল আবেদীন তারা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাংলাদেশ কৃষক লীগের আগামী ৩০সেপ্টেম্বর ঢাকা মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেই মহাসমাবেশকে সাফল্য মণ্ডিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। জেলা কৃষক লীগের সাথে সমন্বয় করে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকা মহাসমাবেশে জেলা কৃষক লীগের নেতৃবৃন্দ যাতে সঠিক সময়ের মধ্যে উপস্থিত হতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করার আহবান জানান।
বর্ধিত সভায় জেলা কৃষক লীগ, পৌর কৃষক লীগ ও সদর উপজেলা কৃষক লীগ সহ জামালপুর জেলার সকল উপজেলার কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।