বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন পালন করলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান
সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি-
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি’র আয়োজনে বিশ্ব-নন্দিত জননেত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিনে দোয়া মাহফিলে দোয়া চাইলেন, গরিবের ডাঃ খ্যাত জামালপুর ৪ আসনের তুমুল জনপ্রিয় ডাঃ মুরাদ হাসান এমপি,
উন্নয়ন সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ার রুপকার জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‘র ৭৭ তম শুভ জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ এবং বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সরিষাবাডী উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপির’ আয়োজনে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
দোয়া মাহফিল ও কোরআন শরীফ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান। এতে প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি দোয়া মাহফিল ও কুরআন শরীফ বিতরণ অনুষ্ঠান শেষে মসজিদ এলাকায় বৃক্ষরোপন করেন।
এসময় দেশবাসীর কাছে এবং দোয়া মাহফিলে সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী জন-নন্দিত জননেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন এবং প্রধানমন্ত্রী শারিরীক সুস্থতার জন্য মসজিদ মাদ্রাসায় সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া প্রার্থনা করেন। এসময় সাবেক তথ্য প্রতিমন্ত্রী দেশবাসীর কাছে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে আবার ও সাধারন মানুষের পাশে থাকার আশ্বাস ব্যাক্ত করেন।
বিএনপি জামায়াত নৈরাজ্য বন্ধে সদা সর্বদা রাজপথে থাকার অঙ্গিকার প্রদান করেন..!
অনান্যদের মধ্যো আরোও উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুজাত আলী ফকির, জেলা সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, বাংলাদেশ ইমাম সমিতি সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা নাজমুল হুদা ফরায়েজী ,সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম,ইসলামী ফাউন্ডেশনের মডেল আদর্শ তত্ত্বাবধায়ক আব্দুল হাকিম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মাওলানা আবু সাঈদ কাশেমী।এতে আওয়ামী লীগের আঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থক সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।