1. nagorikit@gmail.com : livenewsbd24 : Nagorik IT
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
  •                      
ব্রেকিং নিউজ:
মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার উদ্যোগে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে দোয়া ও ইফতার মাহফিল তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার নিয়ে জামালপুরে সংবাদ সম্মেলন জামালপুরে শান্তি-শৃঙ্খলা উন্নয়নে এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ আগামীর দিন হবে তারেক রহমানের বলেছেন ডক্টর নিলুফার চৌধুরী মৃত বন্ধু রেজাউলের আত্মার মাগফেরাত কামনাই ইফতার ও দোয় মাহফিল অনুষ্ঠিত ব্যাংক লোপাট করে লাপাত্তা হলেও বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছেন মির্জা আজমের আর্শিবাদপুষ্ট জামালপুরে আদালত চত্ত্বরে সংঘর্ষ,আইনজীবী সহ আহত ৮ জামালপুর সদর থানা কর্তৃক ওপেন হাউস ডে” সভায় ২নং শরিফপুর ইউনিয়নবাসীর সাথে এসপি’র মতবিনিময় সভা জামালপুরে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ-২০২৫ লোকজ সাংস্কৃতিক কেন্দ্র তারাভিটা কর্তৃক আয়োজিত লোকজ উৎসব ও গুণীজন সংবর্ধনা-২০২৪

সরিষাবাড়ীতে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের আগুনে ৪ নারী যাত্রীসহ আহত-১০

সরিষাবাড়ী-(জামালপুর) প্রতিনিধিঃ-
  • আপডেট করা হয়েছে রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৫০৫ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের আগুন আহত ৪ নারী যাত্রীসহ আহত-১০

সরিষাবাড়ী-(জামালপুর) প্রতিনিধিঃ-
জামালপুরের সরিষাবাড়ীতে আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রেনের বগিতে থাকা ৪ নারী যাত্রী সহ ১০জন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার রাত আনুমানিক ১.১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী ট্রেনটিতে সরিষাবাড়ী রেলওয়ে ষ্টেশেন থেকে তারাকান্দি রেলওয়ে ষ্ট্রেশনের উদ্দেশ‌্য ছেড়ে যাওয়ার সময় সরিষাবাড়ী রেলওয়ে ষ্টেশনে হোম সিগনাল অতিক্রম করার সময় এ ঘটনা ঘটেছে। ট্রেনে অগ্নি সংযোগের ফলে ট্রেনের বগিতে থাকা ৪ জন মহিলা যাত্রী সহ ১০ জন আহত হয়েছেন। আহতবস্থায় ৪ নারী আশিকা সুলতানা , মমতাজ বেগম, জেলি বেগম , লাবনী আক্তার সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছেন বলে হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা: তাহমিনা বিথী এ তথ্য নিশ্চিত করেন। ট্রেনের বগিতে অগ্নিকান্ডের ঘটনায় যাত্রী সাধারনের মাঝে আতংক বিরাজ করে। এ ছাড়াও শত শত বিভিন্ন শ্রেনীর ট্রেন যাত্রী ট্রেনের নির্ধারিত সময়ে তারাকান্দি-সরিষাবাড়ী থেকে ঢাকা অভিমুখী ট্রেন যাত্রীরা ঢাকা যেতে না পারায় হতাশায় পড়েন । এ ঘটনায় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব উদ্দিন, ওসি ডিবি মো. শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় সরিষাবাড়ী রেলওয়ে ষ্টেশনের কতর্ব্যরত সহকারী ষ্ট্রেশন মাষ্টার আব্দুস সালাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি রাত ১টা ৭ মিনিটে ট্রেশনে প্রবেশ করে। পরে ট্রেন ছেড়ে দেওয়ার জন্য পয়েটসম্যান লাইন ক্লিয়ার দেয়। ট্রেনটি ১.১০ মিনিটে রান করার পর লোকজন ডাকাডাকি করে আগুন আগুন বলে আমার কক্ষ থেকে বেরিয়ে দেখি বগিতে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
তিনি আরও জানান, ট্রেনের পিছনের ৩টি বগির ক বগি যার নং- ৭৩০৭ তে ও গ বগি যার নং- ৬১০২ বগিতে আগুন দ্রুত ছডিয়ে পড়ে। ট্রেনের খ-বগি-যার নং-২১১৭ তে আংশিক এবং ক্ষতিগ্রস্থ হয় বলেও জানান তিনি।

জানতে চাইলে ট্রেনের দায়িত্বরত পরিচালক(গার্ড) মাসুদ রানা জানান, ষ্ট্রেশন থেকে ট্রেনটি হোম সিগনাল অতিক্রম করার সময় ট্রেনের পিছন থেকে লোকজন ধোয়া ধোয়া বলে ডাকাডাকি করা শুনতে পেয়ে গাড়ীটি’র শিকল টেনে থামানো হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী পুলিশ ফাঁড়ীর দায়িত্বরত এ এস আই আব্দুল কাদের বলেন, আমাদের পুলিশ সদস্যরা প্লাটফর্মে ডিউটিরত ছিল। ট্রেনের বগিতে কে বা কাহারা হঠাৎ অগ্নিকান্ড ঘটায়। যার ফলে ট্রেনের বগিতে আগুন দ্রুত ছডিয়ে পড়ে।
জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক রাজু রায়হান জানান, সরিষাবাড়ী রেলওয়ের অধীনস্থ শুধুমাত্র হরতাল ও অবরোধ কালীন সময়ে রেলওয়ের নিরাপত্তার জন্য ৪০ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োগ রয়েছে।তারা হরতাল ও অবরোধ থাকাকালীন ভোর ৬টা থেকে রেল লাইনের নিরাপত্তায় ডিউটিরত থাকে। আগ্নীকান্ড কালীন সময়ে হরতাল -অবরোধের আওতাবিহীন থাকায় আনসার সদস্যদের কোন ডিউটি ছিল না বলে জানান তিনি।

সরিষাবাড়ী সিনিয়র ফায়ার ষ্ট্রেশন অফিসার রুহুল আমীন জানান, সরিষাবাড়ী রেলওয়ে ষ্ট্রেশন এলাকায় আন্ত:নগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ২টি বগিতে দুর্বৃত্তদের দেয়া আগুন নিভাতে ১৭ সদস্য নিরলসভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। আমরা এখনো কাজ করছি।তিনি আরও জানান, খ-বগির আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুশফিকুর রহমান জানান, ট্রেনের অগ্নি সংযোগের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। এ ঘটনায় আমাদের উপর কোন দায়িত্ব অর্পিত হলে তদন্ত করে দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

বিনা অনুমতিতে ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও ব্যবহার করা কপিরাইট আইনের লংঘন ।

কারিগরি সহযোগিতায়- নাগরিক আইটি