সরিষাবাড়ীতে শ্রমিকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লি: এর ভূমি নিয়ে স্থানীয় প্রভাবশালী নেতার অনুসারীদের নানা তান্ডবের হাত থেকে মিলটির ভূমি সম্পত্তি রক্ষার দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে কর্মরত শ্রমিকরা। গতকাল সোমবার দুপুরে সরিষাবাড়ী পৌর সভার প্রাণ কেন্দ্রে আরামনগর বাজার এলাকায় দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লি: এর গেটে শ্রমিকরা এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
প্রতিবাদ সমাবেশে দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লি: এর শ্রমিক লীগের সভাপতি আব্দুস সাত্তার, শ্রমিক মেয়াজ্জেম হোসেন, বেলাল হোসেন, আবুল হোসেন,মহিলা শ্রমিক হাজেরা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, আসন্ন্ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ এর অনুসারীরা এ মিলটি নিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেন।
এ দিকে গতকাল সোমবার সকাল ১১ টার দিকে সরিষাবাড়ী পৌর সভার আরামনগর বাজার ট্রাক পরিহন সমিতির সামনে দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লি: এর কলোনীতে বসবাসকারীদের সাথে একমত পোষন করে বাংলাদেশ অটো বাইক কল্যাণ সোসাইটির নেতা ও সদস্যরা আধা ঘন্টা সড়ক অবরোধ কর্মসুচী পালন করে । পরে সরিষাবাড়ী থানার এস আই ও পুলিশ সদস্যরা জনসাধারনের চলাচল বিঘিœত রোধে পরিস্থিতি নিয়ন্ত্রন এনে বসার আহব্বান জানালে সড়ক অবরোধ প্রত্যাহার করেন। পরে এক সমঝোতা বৈঠকে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, ওসি তদন্ত ফয়সাল আহমেদ, দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লি: এর ব্যবস্থাপক আতিকুর রহমান আতিক, ব্যাবস্থাপক (হিসাব) রাজু আহম্মেদ,বাংলাদেশ অটো বাইক কল্যাণ সোসাইটি আরামনগর নিয়ন্ত্রন অফিস এর সভাপতি মোরাদ হাসান, সাধারন সম্পাদক রঞ্জু মিয়া, স্থানীয় বিশু মিয়া, আরিফ হেসেন কলোনীর বসবাসকারীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সকলের সমস্যবলী নিরসনে উর্ধতনদের সাথে কথা বলে সমস্য সমাধান করার আশ্বাষ দেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর। পরে বিক্ষুব্ধরা তাদের কর্মসুচী প্রত্যাহার কলে চলে যান।
এ ব্যাপারে দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লি: এর ব্যাবস্থাপক (হিসাব) রাজু আহম্মেদ জানান, দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লি: এর কলোনীতে বসবাসকারীদের পুর্নবাসন করার জন্য ভুমি ক্রয় করে তাতে ২৫টি ঘর,বিদ্যুৎ লাইনের সংযোগ সহ বসবাসের উপযোগী করে দেওয়া হয়েছে। এর পরেও স্থানীয় একটি প্রভাবশালী মহলের ইন্ধনে পুর্নবাসিত স্থানে তারা না গিয়ে কলোনীতেই বসবাস করে বহিরাগতদের নিয়ে মিলটির নানা কাজে বাধা প্রদান করছে।
তিনি আরও জানান, আমাদের দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লি: এর জমিতে বাংলাদেশ অটো বাইক কল্যাণ সোসাইটির সভাপতি মোরাদ হোসেন, সাধারন সম্পাদক রঞ্জু মিয়া সহ তাদের সংগঠনের অফিস ঘর তুলে মিলটির সার্বিক উন্নয়ন কার্যক্রমের ব্যাহত করছে। আমরা প্রশাসনের কাছে এর প্রতিকার দাবী জানাই।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, অটো বাইক কল্যাণ সোসাইটি ও কলোনীতে বসবাসকারীদের কিছু দাবী -দাওয়ার বিষয়ে দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লি: এর কতৃপক্ষের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বিক্ষুব্ধ হয়ে মিলের কিছু উন্নয়ন কাজে বাধা প্রদানের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের শান্তিপুর্ন পরিবেশ বজায় রাখার জন্য বলা হয়। পরে তারা বুঝতে পেরে কর্মসুচী প্রত্যাহার করে সবাই চলে যান।
তিনি আরও জানান, দি গোল্ডেন ফাইবার ট্রেড সেন্টার লি: এর ভ’-সম্পত্তি রক্ষার দাবীতে কর্মরত শ্রমিকরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বলে শুনেছি।