সিলেটের গোয়াইনঘাটে চিনির বড় চালান জব্দ
সিলেট ব্যুরো।
সিলেটের গোয়াইনঘাট থেকে ১৮২ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। গতকাল রবিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই গ্রাম থেকে ৫০ কেজি ওজনের ১৮২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় চিনির মালিকেরা হচ্ছেন ডালিম মিয়া (২২), শাকিল (১৮), সালেহ আহমেদ (২২), জুয়েল (২২), আব্দুল মজিদ (৪২), সিদ্দিক (৫০)। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিক নির্দেশনায় অপরাধ দমন, আসামি গ্রেফতার ও গোয়াইনঘাট থানার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গোয়াইনঘাট থানা পুলিশ, নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া সীমান্তে চোরাচালান রোধ, চোরাচালানের সহিত জড়িত অপরাধ ও চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ এবং গ্রেফতারে গোয়াইনঘাট থানা পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট থানাধীন পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার এসআই এস পিন্টু সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ১৮২ বস্তা ভারতীয় চিনি আটক করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পলাতক চোরাকারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।