জামালপুর সদর উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও বৃক্ষরোপন কর্মসূচি পালন-
মোঃ খোরশেদ আলম
ময়মনসিংহ ব্যুরো প্রধান।
জামালপুর সদর উপজেলার অন্তর্গত রানা গাছা ইউনিয়নের ঘোড়ারকান্দা গ্রামে ইকো ভিলেজ কমিটির আয়োজনে জেসমিন প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও গাছের চারা বিতরণ কর্মসূচি উদযাপন করা হয়।
এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে স্লোগান ছিল অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়ার কান্দা মধ্যপাড়া উৎপাদক দলের সভাপতি আনজুয়ারা বেগম।
এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, রানা গাছা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জিয়াউর রহমান, প্রধান শিক্ষক নওশের আলী খান, কৃষি বিশেষজ্ঞ পরিমল সরকার, মোছাম্মদ সাদেকা বেগম, জেন্ডার রিস্ক রিডাকশন এন্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার, শ্যামল কুমার দাস, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, কওনান মুরসালিন, কমিউনিকেশন স্পেশালিস্ট সহ উৎপাদক দলের ১৫০ জন সদস্য সদস্যাবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করে শুনান মোঃ শাজাহান। উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম সবাইকে বেশি করে গাছ লাগানোর জন্য বলেন। তিনি আরও বলেন কিভাবে ভালো বীজ তলা তৈরি করা যায়। জরুরী আবহাওয়া বার্তা জানার জন্য তিনি ১০৯০ তে ফোন করার জন্য বলেন।
এ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ থেকে দেড়শ সদস্যের প্রত্যেককে তিনটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
ইউপি সদস্য মোঃ জিয়াউর রহমান সবাইকে পলিথিন যত্রপত্র না ফেলে এক জায়গায় স্তুপ করে রাখার জন্য বলেন এবং উপস্থিত সবাইকে পাঁচটি করে তাল গাছের চারা লাগানোর জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য, জেসমিন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস টি শরীফপুর, কেন্দুয়া, রশিদপুর ও শাহবাজপুর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়।