নরসিংদী জেলার পলাশ উপজেলায় নবনির্মিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন ও সুধী সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
লাইভ নিউজ বিডি ২৪ ডেক্স-
তারিখ : ১২ নভেম্বর ২০২৩
কৃষিক্ষেত্রে উন্মুক্ত হলো বিশাল সম্ভাবনার দ্বার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ নরসিংদী জেলার পলাশ উপজেলায় উদ্বোধন করলেন ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা। দক্ষিন পূর্ব এশিয়ার সবচেয়ে বড় সার কারখানা এটি । ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প’ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ সার কারখানা প্রতিষ্ঠিত হলো যা বাংলাদেশের অগ্রযাত্রায় বিরাট ভূমিকা রাখবে।
এই কারখানাটি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে। পাশাপাশি সার আমদানির ওপর নির্ভরতা কমাবে একই সঙ্গে কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি পাবে। সময় এখন এগিয়ে যাওয়ার, সময় এখন আমাদের ,সময় এখন বাংলাদেশের । দেশ উন্নয়নে ও মানুষের ভাগ্য পরিবর্তনে শেখ হাসিনার সরকার বার বার দরকার।